স্টিভ স্মিথের মতো ব্যাটিং ব্যাকরণকে বুড়ো আঙ্গুল দেখানো ব্যাটিং স্টাইল না হলেও, কিছুটা আনঅর্থোডক্স স্টাইলের জন্য অনেকেই তাঁকে স্মিথের ‘মানিকজোড়’ই বলেন। তবে চলতি হোবার্ট টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়ার মারনাস লাবুশেন যে কান্ড করলেন তাতে হয়তো স্মিথের চোখও কপালে উঠে যাবে।
২৩তম ওভারে স্টুয়ার্ট ব্রডের করা প্রথম বল। আগেই অফসাইডের দিকে অনেকটা শাফল করে সরে এসেছিলেন লাবুশেন, হুট করে ব্যাকফুট এক হাত ক্রস করে ফেলে ফ্লিক খেলতে গেলেন না স্কুপ কে জানে? শেষে পারলেন না কিছুই, উলটো আছাড় খেয়ে পড়ে গেলেন হয়ে গেলেন বোল্ড!
লাবুশেনের এই হাস্যকর কান্ড ছাড়া হোবার্ট টেস্টের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ট্রাভিস হেডের সেঞ্চুরি। কোভিড-১৯ থেকে ফিরেই শতক হাঁকিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। তাঁর এই সেঞ্চুরির সাথে ক্যামেরন গ্রিনের ৭৪ ও লাবুশেনের ৪৪ রানের ইনিংসে ভর করে হোবার্টে অ্যাশেজের ৫ম ও শেষ টেস্টের (দিবারাত্রি) প্রথম দিন ২৪১ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডও রয়েছে সমান সমান অবস্থানে। বৃষ্টিতে খেলা পন্ড হয়ে যাওয়ায় প্রায় ৩০ ওভার আগেই দিনের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
Boy, that's a good half-century from Travis Head.
Much-needed for Australia #Ashes pic.twitter.com/KITT4Y05cD
— cricket.com.au (@cricketcomau) January 14, 2022
এই অ্যাশেজে এই প্রথম সম্ভবত ইংল্যান্ডের শুরুটা একটু ভালো হয়েছে। হোবার্টের গ্রিনটপ উইকেটে অলি রবিনসন ও স্টুয়ার্ট ব্রড মিলে নতুন বলে কাঁপিয়ে দেন অস্ট্রেলিয়াকে। ১২ রান স্কোরবোর্ডে জমা করতেই অস্ট্রেলিয়া হারায় ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা ও স্টিভ স্মিথের উইকেট। এরপর লাবুশেন ও ট্র্যাভিস হেড গড়েন ৭১ রানের জুটি। লাবুশেন আউট হওয়ার পর ক্যামেরন গ্রিনের সাথে ১২১ রানের জুটি গড়েন হেড। নিজে তুলে নেন শতক।
ইংল্যান্ডের হয়ে ব্রড ও রবিনসন ২টি করে উইকেট নিয়েছেন।