দ্বিতীয় দিনে ঠিক যেখানে শেষ করেছিল বাংলাদেশ ঠিক সেখান থেকেই শুরু। মুশফিকুর রহিম এবং মোহাম্মদ মিঠুন দেখাচ্ছিলেন আশা, সেই আশা তৃতীয় দিনের শুরুতেই নিরাশায় রুপ নিয়েছে। মুশফিক করেছেন আত্মহত্যা, উইকেট বিলিয়ে দিয়ে ফিরেছেন মিঠুন।
দ্বিতীয় দিনের শেষে সংবাদমাধ্যমকে তামিম ইকবাল বলেছিলেন, একটা একশো রানের জুটি যদি হয় তবে ঘুরে যেতে পারে ম্যাচ। ম্যাচ ঘুরেছে কিনা বলা কঠিন তবে মেহেদী মিরাজ-লিটনের ব্যাটে যে ফেরার আভাস দিচ্ছে বাংলাদেশ সেটা সত্য।
বাংলাদেশ তাদের ষষ্ঠ উইকেট হারিয়েছিল ১৫৫ রানে। এরপরই মিরাজ-লিটন দৃঢ়তা, দুজন মিলে চা বিরতির আগ পর্যন্ত যোগ করেছেন ১১৭ রান। বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটের বিনিময়ে ২৭২ রান। টাইগাররা এখনও পিছিয়ে ১৩৭ রানে।
প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ফিফটি করেছিলেন লিটন, দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আছেন সেঞ্চুরির অপেক্ষায়, অন্যদিকে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি মিরাজ অপরাজিত আছেন ৫৩ রানে।