২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

লিভারপুলের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস, অ্যাস্টন ভিলার মুখোমুখি আর্সেনাল

- Advertisement -

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। অ্যানফিল্ডে রবিবার সন্ধা ৭টায় শুরু হবে ম্যাচট। অপর ম্যাচে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে আর্সেনাল। এমিরেটেস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৯:৩০ মিনিটে।

ইপিএলের শিরোপা জেতার রেসে সমানে সমান লড়াই চলছে ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও আর্সেনালের মধ্যে। বর্তমান চ্যাম্পিয়নরা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও আর্সেনাল ও লিভারপুলের চেয়ে খেলেছে এক ম্যাচ বেশি। তাই এই দুই দলের যেকেউ জিতলেই শীর্ষস্থান হারাতে হবে সিটিজেনদের।

ঘরের মাঠে টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর আরও একটি ম্যাচে মাঠে নামছে মোহামেদ সালাহ-দারউইন নুনিয়েজরা। তবে ক্রিস্টালের বিপক্ষে অলরেডদের অতীত পরিংসখ্যান দারুণ। দলটির বিপক্ষে ২০১৭ সালের পর আর হারেনি লিভারপুল। ১৩ ম্যাচ ধরে ক্রিস্টালের বিপক্ষে অপরাজিত অ্যানফিল্ডের দলটি।

ইপিএলে নিজেদের ঘরের মাঠে ২৮ ম্যাচ ধরে অপরাজিত লিভারপুল। এ সময় ২২ জয়ের বিপরীতে ড্র করেছে ৬টি। পয়েন্ট তালিকার ১৫ নম্বরে থাকা ক্রিস্টালকে হারাতে তাই বড্ড আত্ববিশ্বাসী ইয়ুর্গেন ক্লপের দল।

অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে আর্সেনালের খেলোয়াড়রা

অপরদিকে শীর্ষে ওঠার লড়াইয়ে তুলনামুলক সুবিধাজনক স্থানে আছে আর্সেনাল। রবিবার অ্যাস্টন ভিলাকে হারাতে পারলেই ১ নম্বরে উঠে আসবে আরতেতার দল। গ্যাব্রিয়েল জেসুস-মার্তিনেল্লিদের জন্য কাজটা সহজ হবে না। চলমান মৌসুমে দারুণ ফর্মে আছে ওয়াটকিন্স-মার্তিনেজরা। তবে তারা যেভাবে মৌসুমের শুরুটা করেছিল সেই পারফর্ম্যান্স ধরে রাখতে পারেনি। লিগে সবশেষ ৫ ম্যাচে মাত্র ১টিতে জিততে পেরেছে ভিলা।

নিজেদের ঘরের মাঠে ভিলার বিপক্ষে আর্সেনালের সাম্প্রতিক অতীত পরিংসখ্যান দারুণ। সবশেষ ৫ ম্যাচের প্রতিটিতেই জিতেছে গানাররা। এছাড়াও জেসুস-মার্তিনেল্লিদের দুর্দান্ত ফর্ম আশা যোগাচ্ছে আর্সেনালের।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img