৩০ ডিসেম্বর ২০২৪, সোমবার

লোকি ফার্গুসনের ক্যারিয়ার সেরা বোলিং; প্রথম টি-টোয়েন্টিতে উইন্ডিজকে হারালো নিউজিল্যান্ড

- Advertisement -

স্কোর কার্ড: 

উইন্ডিজ: ১৮০/৭ (পোলার্ড ৭৫*, ফ্লেচার ৩৪; ফার্গুসন ৫/২১, সাউদি ২/২২)

নিউজিল্যান্ড: ১৭৯/৫ (জিমি নিশাম ৪৮*কনওয়ে ৪১; ওশানে থমাস ২/২২, পোলার্ড ১/১৬)।

বৃষ্টি আইনে নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী
ম্যাচ সেরা লোকি ফার্গুসন (নিউজিল্যান্ড)

বৃষ্টিবিঘ্নিত অকল্যান্ডে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে উইন্ডিজের শুরুটা দারুণ আক্রমণাত্মক, ঝড়োগতির। তিন ওভার দুই বলে আটান্ন রান তোলেন দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার এবং ব্যান্ডন কিং। এর পরই অবিশ্বাস্য এক ধ্বস। ব্ল্যাকক্যাপ পেসারদের তান্ডবের শুরু ১৪ বলে ৩৪ করা ফ্লেচারকে (৩ চার, ৩ ছক্কা) ফিরিয়ে।

দশ বলের ব্যবধানে, স্কোরবোর্ডে ১ রান যোগ করে পাঁচ উইকেট হারায় ক্যারিবিয়ানরা। পরপর দুই ওভারে জোড়ায় জোড়ায় উইকেট পেয়েছেন লোকি ফার্গুসন ও টিম সাউদি। ৫৯ রানে ৫ উইকেট হারিয়ে ততক্ষণে খাদের কিনারায় উইন্ডিজ।

ক্যারিবিয়ান ইনিংসের পরের সবটুকুই কাইরন পোলার্ড। ৩৭ বলে নটআউট ৭৫ রান (৪ চার, ৮ ছক্কা) টিপিক্যাল পোলার্ড ঢংয়ে নাস্তানাবুদ করেছেন কিউই বোলারদের। আট ছক্কার তিনটাই গিয়ে পরেছে মাঠের বাইরে। বৃষ্টির কারণে ১৬ ওভারের নির্ধারিত ম্যাচে, পোলার্ড ঝড়ে শেষ ৫ ওভারে রান উঠেছে ৭২, উইন্ডিজের বোর্ডে ৭ উইকেটে ১৮০।
শুরু আর শেষের ক্যারিবিয় তান্ডবের মাঝেই ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪ ওভারে ২১ রানে ৫ উইকেট পেয়েছেন নিউজিল্যান্ড পেসার লোকি ফার্গুসন।

জবাবে পাওয়ার প্লেতে দুই উইকেটে ছাপ্পান্ন তুললেও ৬৩ রানের মধ্যেই ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড। তারপরও ম্যাচ থেকে ছিটকে যায়নি কিউইরা। পঞ্চম উইকেটে ৩৫ বলে ৭৭ রানের জুটি দলকে পথ দেখিয়েছেন ২৯ বলে ৪১ করা ডেভন কনওয়ে। সাথে ৭ বলে ২২ রানের ছোট্ট ক্যামিও খেলেন গ্লেন ফিলিপস। দলকে একশো পঞ্চাশে রেখে আউট হন কনওয়ে। তার আগেই উইকেট এসে ম্যাচের নিয়ন্ত্রন নিয়ে নেন জিমি নিশাম।

মিচেল স্যান্টনারের সাথে নিশামের ১৮ বলে ৩৯ রানের পার্টনারশিপ। ২৪ বলে নিশাম করেছেন নট আউট ৪৮ (৫ চার, ৩ ছক্কা) এবং স্যান্টনারের সংগ্রহ ১৮ বলে ৩১ (৩ ছক্কা)।শেষ ওভারে জয়ের জন্য ব্ল্যাকক্যাপদের দরকার ছিলো ৪ রান। ১৫.২ ওভারে ৫ উইকেটে ১৭৯ তোলে নিউজিল্যান্ড। বৃষ্টি আইনে জিতেছে ৫ উইকেটে।

এই জয়ে ৩ ম্যাচের সিরিজ ১-০তে এগিয়ে গেলো নিউজিল্যান্ড। বাকি দুই টি-টোয়েন্টি ২৯ এবং ৩০ নভেম্বর, মাউন্ট মাঙ্গানুইয়ে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img