ডাবলিনে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৩ রানে হারিয়ে এক ১-০ তে সিরিজে এগিয়ে গেলো জিম্বাবুয়ে। লো স্কোরিং ম্যাচে জিম্বাবুয়ের ১১৮ রানের টার্গেটে বিশ ওভার শেষে বোর্ডে ১১৪ রান তুলতে পারে আয়ারল্যান্ড।
টসে হেরে ব্যাট করতে নেমে ৫ রানেই দুই ওপেনারকে হারায় সফরকারিরা। সেখান থেকে রেজিস চাকাভা এবং ক্যাপ্টেন ক্রেইগ আরভিনের ব্যাটে ঘুরে দাড়ানোর চেষ্টা চালায় জিম্বাবুয়ে। আরভিন ১৭ রানে আউট হলে বেশিদূর গড়ায়নি সেই প্রতিরোধ। চাকাভাও সাতচল্লিশ রানে সিমি সিংয়ের বলে বোল্ড হয়ে ফিরলে বড় রানের স্বপ্নভঙ্গ হয় রোডেশিয়ানদের। শেষদিকে ওয়েলিংটন মাসাকাদজার ১৯ রানে; একশো বিশ ছুঁইছুঁই স্কোর পায় জিম্বাবুয়ে। ১৫ রানে দুই উইকেট নিয়ে সেরা আইরিশ বোলার হন ক্রেইগ ইয়াং।
টার্গেটে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের শুরুটা ভালো হলেও মাঝের ওভারে খেই হারিয়ে ফেলে তারা। পঁয়ষট্টি থেকে ছিয়াত্তর রানের ভেতর চার উইকেট হারিয়ে বিপদে পড়ে আইরিশরা। হাতে তিন উইকেট নিয়ে শেষ ওভারে জয়ের জন্য ছয় রান দরকার ছিল আয়ারল্যান্ডের, তাদের আশার আলো হয়ে উইকেটে ছিলেন সিমি সিং। কিন্তু রিচার্ড এনগারাভার দারুন বোলিংয়ে শেষ ওভারে মাত্র ২ রান নিতে পারে আয়ারল্যান্ড। ২৮ রানে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি সিমি সিং। এনগারাভার শেষ ওভারের বিরত্বের আগে লেগি রায়ার্ন বার্ল ২২ রানে নেন ৩ উইকেট। সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৯ আগস্ট একই মাঠে মুখোমুখী হবে দুইদল।