৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

শ’র চতুর্থ শতক, পাডিকালের সাথে মধুর লড়াই

- Advertisement -

অভিষেকের আগে থেকে পৃথ্বীকে বিবেচনা করা হচ্ছিল ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত হিসেবে, গা থেকে কৈশরের গন্ধ যাওয়ার আগেই পেয়েছিলেন টেস্ট সেঞ্চুরি। তারপর আলোচনার বাইরে চলে আসা। ভারতে চলছে ‘বিজয় হাজারে ট্রফি’, যেখানে আবার ফেরার আভাস পৃথ্বী শ’র।

চলতি টুর্নামেন্টে করেছেন ৪ সেঞ্চুরি; ১০৫*, ২২৭*,১৮৫*,১৬৫। ৭ ইনিংসে রান সাতশর বেশি, গড় প্রায় দুইশর কাছাকছি। বিজয় হাজারে ট্রফিতে ২০১৭-১৮ মৌসুমে ৭২৩ রান করে রেকর্ড গড়েছিলেন মায়াংক আগারওয়াল, পৃথ্বীর রান ৭৫৪। এখন পর্যন্ত বিজয় হাজারে ট্রফির ইতিহাসে কোনো নির্দিষ্ট আসরে সর্বোচ্চ।

পৃথ্বীর রান আর আর গড় দেখে যদি ভিমড়ি খান, ভাবেন ব্যক্তিগত পারফর্মেন্সে তার ধারেকাছে কেউ নেই, ভুল করবেন। দেবদত্ত পাডিকাল, এর আগেই টানা ৪ ম্যাচে সেঞ্চুরিতে করেছেন রেকর্ড, ফিফটির হিসেবে টানা ৭, পাডিকালের রানও সাতশর বেশি। পাডিকালের সাথে পৃথ্বীর লড়াইতো থাকছেই; সেটা স্নায়ুর না মধুর তার দুজনেই হয়তো ভালো জানেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img