“দুই ম্যাচ দিয়ে দুই বছরের অর্জনকে (যদি) এলোমেলো মনে করেন তাহলে আমাদের ব্যর্থতা।” – তাসকিন আহমেদ
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর মিক্সড জোনে গণমাধ্যমের প্রশ্ন শুনে বিরক্তই মনে হয়েছিল তাসকিন আহমেদকে। সেই বিরক্তি থেকেই অমন বক্তব্য। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অবশ্য বাংলাদেশ ওয়ানডে দলের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, তাসকিনরা আছেন ফুরফুরে মেজাজেই।
“প্রথম কথা হচ্ছে, কোনো পেসারই হতাশ নন। সবাই ঠিক আছে। এখানে উইকেট‘টাই এমন। রান স্বাভাবিকভাবে একটু বেশিই দিবে। কারণ আমরা সচরাচর দেখি না যে আমাদের পেসাররা দশ ওভারে ৬০-৬৫-৭০ দেয়। তো হঠাৎ করে মনে হচ্ছে যে অনেক খারাপ বোলিং হচ্ছে। সবাই এই বিষয়টা নিয়ে অবগত আছে যে এখানে উইকেটটা কতোটা ভালো।” – বলেছেন শান্ত
তবুও শান্ত অস্বীকার করলেন না, যতটুকু প্রয়োজন ততটুকু পেসাররা দিতে পারছেন না। তবে পেসারদের পারফর্ম্যান্সে দশ শতাংশ উন্নতি হলেই সেটা হবে যথেষ্ট বলে মনে করেন শান্ত।
“সবারই একটা প্ল্যান আছে। তারা ঐভাবেই কষ্ট করছে। আমার মনে হয় পেসাররা এখন যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে যদি আর দশ ভাগ উন্নতি করা যায় তবে আমি বিশ্বাস করি যে আমরা ভালো অবস্থানে যেতে পারবো” – আরও যোগ করেন শান্ত
তবে নিউজিল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ের উইকেটে কঠিন চ্যালেঞ্জেই পড়তে হতে পারে তাসকিন-শরীফুল-মুস্তাফিজদের। কারণ চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামের উইকেটে সচরাচর থাকে স্পিনারদের জন্য সুবিধা।