প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসের ব্যাট করার সময় কনুইতে আঘাত পেয়েছিলেন মোহাম্মদ শামী, সেখানেই শেষ, ছিটকে গেছেন সিরিজ থেকে। দ্বিতীয় টেস্টে ভারত জয় পেলেও হারিয়েছে আরেক পেসার উমেশ যাদবকে। আজকের খবর, সিরিজের বাকি দুই টেস্ট খেলতে পারবেন না যাদব।
তৃতীয় টেস্টে তাই অনভিজ্ঞ পেস ইউনিট নিয়েই মাঠে নামতে হবে সফররতদের। সীমিত ওভারের ম্যাচের সিরিজের পর অস্ট্রেলিয়াতে নেট বোলার হিসেবে থেকে গিয়েছিলেন নটরাজন। সময়ের ফেরে সেই নটরাজনই যোগ দিয়েছেন ভারতীয় দলে, সঙ্গে নবদিপ সাইনি ও এক টেস্ট খেলা শার্দুল ঠাকুর।
ভারতীয় পেস ইউনিটের প্রধান ভরসা এখন জাসপ্রিত বুমরাহ। তিনিও খেলেছেন ১৬ টেস্ট। গেল টেস্টে অভিষেক হওয়া মোহাম্মদ সিরাজকে পালন করতে হবে বাড়তি দায়িত্ব। সিরিজ এখন ১-১ সমতায়। সিরিজের তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা আগামী বৃহস্পতিবার সিডনিতে।