১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

শিরোপা আশা বাঁচিয়ে রাখতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি বার্সেলোনা

- Advertisement -

স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। সান্তিয়াগো বার্নাব্যুতে রবিবার রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

সাম্প্রতিক সময়ে দুই দল দুই মেরুতে দাঁড়িয়ে। বার্সেলোনা যেখানে চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্নভঙ্গের বেদনায় কাতর, সেখানে ম্যানচেস্টার সিটিকে তাদের মাঠেই হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল। লিগ শিরোপা জেতারও খুব একটা সুযোগ নেই বর্তমান জাভি হার্নান্দেজের দলের। বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্টের ব্যবধানে শীর্ষে রিয়াল।

এই ম্যাচে লস ব্লাঙ্কোসদের হারালে শিরোপার রেসে বার্সা থাকবে সেটা খাতা-কলমেই। অতিমানবীয় কিছু না ঘটলে রিয়ালের ঘরেই উঠতে যাচ্ছে লিগ শিরোপা। গত সেপ্টেম্বরে লিগের ষষ্ঠ রাউন্ডে আতলেতিকো মাদ্রিদের কাছে ৩–১ ব্যবধানে হেরেছিল রিয়াল মাদ্রিদ; এরপর থেকে কোনো প্রতিযোগিতায়ই নব্বই মিনিটের মধ্যে একটি ম্যাচও হারেনি লস ব্লাঙ্কোসরা। এ সময়ে লিগে খেলা ২৫ ম্যাচের ১৯টিতেই জিতেছে আনচেলত্তির দল, ড্র ৬টিতে। তারপরও হাল ছাড়তে নারাজ বার্সা বস জাভি। রিয়ালকে হারিয়ে শিরোপা জেতার আশা বাঁচিয়ে রাখতে চান তিনি।

জাভি বলেন, “আমরা লিগ শিরোপার জন্য খেলব। আমাদের জিততেই হবে। আমাদের আবেগে বাঁধ দিতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে। অন্য দিনের হতাশা (চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়া) হজম করা আমাদের জন্য কঠিন। আমাদের সামনে মানসিকভাবে এগিয়ে রিয়াল মাদ্রিদ থাকবে। রোববার আমাদের লা লিগা শিরোপা দৌড়ে ফেরার সুযোগ আছে। এটি হবে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ।”

ঘরের বাইরে রিয়ালের বিপক্ষে বার্সেলোনার রেকর্ড ভাল। দুই দলের সবশেষ ১৮বারের দেখায় ১০বার জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা। এছাড়াও জাভি দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই পিএসজির বিপক্ষে ম্যাচটি বাদ দিয়ে আর কোনো ম্যাচে হারেনি বার্সেলোনা।

কোচ হিসেবে জাভির এটাই শেষ এল ক্ল্যাসিকো। নিশ্চিত করেই বার্সা বস চাইবেন রিয়ালকে হারাতে। এখন দেখার পালা, ভিনিসিয়ুস জুনিয়রদেরকে তাদের ঘরেই মাঠে হারাতে পারে কিনা বার্সেলোনা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img