২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি এখনও খেলে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। তবে আর নাকি মাঠে খেলতে দেখা যাবে না ‘বুম বুম আফ্রিদিকে’! খেলাটা এবার ছেড়েই দিচ্ছেন তিনি। পাকিস্তান ক্রিকেট লিগে (পিএসএল) শেষবারের মতো কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠে নামবেন আফ্রিদি, জিততে চান এবারের পিএসএল ট্রফিটাও।
গত বছর মুলতান সুলতানের হয়ে টুর্নামেন্টে অংশ নিলেও এবারের পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রতিনিধিত্ব করবেন ক্রিকেটের এই মহাতারকা।
“কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে যোগ দিতে পেরে আমি উচ্ছ্বসিত। এটিই আমার জন্য শেষ পিএসএল ইভেন্ট হতে যাচ্ছে। শেষবারের মতো আরও একটি ট্রফি জিততে চাই”- বলেছিলেন আফ্রিদি
২০১৭ সালে পেশোয়ার জালমির হয়ে শেষবারের মতো পিএসএল ট্রফি জেতার স্বাদ পেয়েছিলেন শহিদ আফ্রিদি। পিএসএল থেকে বিদায় নেয়ার আগে গ্ল্যাডিয়েটর্সের হয়ে শেষবারের মতো ভালো খেলা উপহার দিতে চান তিনি; দলকে দিয়ে যেতে চান অনুপ্রেরণা, “পিএসএল এমন একটি ইভেন্ট, যা একজন খেলোয়াড়কে তার সেরাটা দিতে উৎসাহিত এবং অনুপ্রাণিত করে। আমিও আমার দলের খেলোয়াড়দের একইভাবে অনুপ্রেরণা দিয়ে যাব এবং এমন পারফরম্যান্স করব যা আমাদের ট্রফি অর্জনে সহায়তা করতে পারে”