নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের কাটছে অসহনীয় এক অপেক্ষার প্রহর। স্পিন কোচ রঙ্গনা হেরাথের করোনা পজিটিভ হওয়ার পর থেকে যা শুরু হয়েছে। কোয়ারেন্টিনের মেয়াদ আরো বেড়েছে, অনুশীলন এবং জিমনেশিয়াম ব্যাবহারেও জারি করা হয় কঠোর নিষেধাজ্ঞা। এমনকি সফরই বাতিল হওয়ার আশঙ্কা করা হচ্ছিলো যদিও সেটি কেটে গেছে।
তবে রবিবার নিউজিল্যান্ড থেকে পাঠানো এক ভিডিওবার্তায় পেসার শরিফুল ইসলাম জানালেন ঈষৎ সুখকর সংবাদ। যারা ‘ইয়েলো ব্যান্ড’ (কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন) তাদের আজ নেওয়া হয়েছে সর্বশেষ কোভিড টেস্ট। এটিতে সবাই নেগেটিভ এলেই অবশেষে তারা অনুশীলনের সুযোগ পাবেন। আর এখন দিনে দু তিনবার সামাজিক দূরত্ব মেনে দেখা করতে পারছেন একে অপরের সাথে।
“আজকে লাস্ট কোভিড টেস্ট নিয়েছে। আগামীকাল এটার রেজাল্ট সবারই নেগেটিভ আসলে আমরা প্র্যাকটিস করার সুযোগ পাবো। অনেকদিন প্র্যাকটিস করিনা।”- জানিয়েছেন শরিফুল
“আমরা সবাই ভালো আছি। আমরা যারা ইয়েলো ব্যান্ড তাদের দুটো গ্রুপ করে দিয়েছে। আমরা প্রতিদিনই দুতিনবার সোশ্যাল ডিস্টেন্সিং মেনে একে অপরের সাথে দেখা করতে পারি, সবার চেহারা দেখতে পারি। আশা আগামীকালকের পর করি আমরা মাঠে গিয়ে ভালো প্র্যাকটিস করে ভালো কিছু করে দেখাবো”- আরো যোগ করেছেন এই পেসার
তবে যে দুটি অনুশীলন ম্যাচ খেলার কথা ছিলো বাংলাদেশের সেগুলি নিয়ে শঙ্কা এখনো কাটেনি। ফলে প্রস্তুতিতে ঘাটতি থেকেই যাচ্ছে।