৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

শেষ টি-টোয়েন্টির স্কোয়াডে ইমন-রাব্বি

- Advertisement -

ওপেনিংয়ে শুরুটা ভালো হচ্ছে না, ব্যাটিংয়েও নাই পুরোনো ছন্দ। জয়ের কাছেও গিয়ে আসছে না কাঙ্ক্ষিত জয়, সেইসাথে দুই পেসার মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলামের ইনজুরি! সবমিলে বিপর্যস্ত বাংলাদেশ দল স্কোয়াডে ভিড়িয়েছে পারভেজ হাসান ইমন এবং কামরুল ইসলাম রাব্বিকে।

সাইফ হাসানকে ওপেনিংয়ে কাজে লাগানোর চেষ্টা করা হলেও দুই ম্যাচেই হয়েছেন ব্যর্থ। চট্টগ্রামে অনুষ্ঠিত টেস্ট ম্যাচের প্রস্তুতি নিতে তাই সাইফকে ক্যাম্পে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। শনিবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু নিশ্চিত করেছেন দলে ইমনকে ফেরানোর কথা।

“শেষ ম্যাচের জন্য আমরা ইমনকে দলে নিয়েছি”- বলছিলেন প্রধান নির্বাচক

মুস্তাফিজ, শরিফুলের ইনজুরির কারণে দলে নেয়া হয়েছে রাব্বিকে

সেইসাথে দুই পেসারের ইনজুরির কারণে দলে নেয়া হয়েছে পেসার কামরুল ইসলাম রাব্বিকেও। ফিজ এবং শরিফুলের ইনজুরি থেকে সেরে ওঠার ব্যাপারে কিছু জানা না গেলেও, তাদের ইনজুরি নিয়ে কথা বলেছেন বিসিবির কর্মকর্তা, “মুস্তাফিজ হঠাৎ ব্যথা অনুভব করে দ্বিতীয় ওভারে বোলিং করার সময়ে। সে শেষ ম্যাচে থাকছে কি না, সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে ম্যাচের পূর্বে। শরিফুল গ্রোয়িন ইনজুরিতে ভুগছে। তার ব্যাপারে শীঘ্রই বিস্তারিত জানা যাবে।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img