২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

শেষ টেস্টের দলে বাটলার

- Advertisement -

ম্যানচেস্টারে সিরিজের পঞ্চম এবং শেষ টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিক ইংল্যান্ড। দলে ফিরেছেন উইকেটরক্ষক জস বটলার এবং স্পিনার জ্যাক লিচ।

বাটলারের সাথে দলে ফিরেছে জ্যাক লিচও

ক্রিস সিলভারউডের দল হেডিংলিতে ভারতকে ইনিংস ব্যবধানে হারানো্র পারফরম্যান্সটাকেই ফিরিয়ে আনতে চান। ওভাল টেস্টে জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভিরাট কোহলির ভারত, শেষ টেস্ট যদি ড্রও হয় তবুও ঘরের মাঠে সিরিজ হারের লজ্জা পেতে হবে স্বাগতিকদের। তাই, শেষ ম্যাচে জয়ের বিকল্প কিছু ভাবছেইনা ইংল্যান্ড। শুক্রবার সিরিজের শেষ টেস্টে মাঠে নামবে ভারত-ইংল্যান্ড।

তৃতীয় টেস্টে হয়েছে কথার লড়াই

সিরিজের শেষ টেস্টে বাটলারকে দেখা না যাওয়ার সম্ভাবনাই ছিল প্রবল। নিজের সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য চতুর্থ টেস্টের দল থেকেও নিজেকে নিয়েছিলেন সরিয়ে; আইপিএলের অবশিষ্ট অংশটাতে যে খেলছেননা বাটলার, সেটা টুইট করে ইতোমধ্যেই জানিয়েছে রাজস্থান রয়েলসও। এরপরেও বাটলারের অন্তর্ভুক্তি বলেই দেয় শেষ টেস্টে জয় পেতে কতটা মরিয়া ইংলিশরা।

 

পঞ্চম টেস্টের ইংল্যান্ড দল:

জো রুট (অধিনায়ক), মইন আলি, জেমস অ্যান্ডারসন, জনাথন বেয়ারস্টো, ররি বার্নস, জস বাটলার, স্যাম কারেন, হাসিব হামিদ, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ডেভিড মালান, ক্রেইগ ওভারটন, ওলি পোপে, ওলি রবিনসন, ক্রিস ওকস এবং মার্ক উড।র

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img