অপরিবর্তিত একাদশ নিয়েই দ্বিতীয় ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। সিরিজটাও নিশ্চিত হয়েছে টাইগারদের। তাই সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আসবে জানা ছিল, ইঙ্গিতও ছিল। কিন্তু মাত্র দু’টা পরিবর্তন। দুই পেসার হাসান মাহমুদ এবং রুবেল হোসেনকে একাদশের বাইরে রাখা হয়েছে। তাদের জায়গায় দলে অর্ন্তভুক্ত হয়েছেন তাসকিন আহমেদ এবং মোহাম্মদ সাইফউদ্দিন। অবশ্য এবার টস জিতে ব্যাটিং নেয়নি উইন্ডিজ। একাদশে দুটি পরিবর্তন করেছে তারাও। জশুয়া সিলভা এবং আন্দ্রে ম্যাককার্থির জায়গায় অভিষেক হচ্ছে দু’জনের। এ নিয়ে সিরিজে ৯ জনকে অভিষেক করিয়েছে উইন্ডিজরা।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং মোহম্মদ সাইফউদ্দিন।