৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

তিন দিনের মাথায় শ্রীলংকার বোলিং কোচের পদ ছাড়লেন ভাস

- Advertisement -

শ্রীলংকান ক্রিকেট বহুদিন ধরেই চলছে উত্থান-পতনের মধ্য দিয়ে। সেই ঝড়ো আবহে বৈশাখী আমেজ নিয়ে হাজির চামিন্দা ভাস। যোগদানের তিনদিনের মাথায় যিনি ছেড়েছেন শ্রীলংকার বোলিং কোচের দায়িত্ব।

কিছুদিনের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের পথে রওনা হবে শ্রীলংকা, ব্যাগ পত্রও হয়তো গোছানো শেষ। শেষ মূহূর্তেই নিজের নাম কোচিং স্টাফ প্যানেল থেকে সরিয়ে নিয়েছে ভাস। বলাই হয়, শেষের আগে শেষ বলে কিছু নেই।

এমন অবস্থায় এসএলসি থেকে নিশ্চিত করে কিছু জানাও হয়নি। তবে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ভাসের পদ ছাড়ার বিষয়টি স্বীকার করেছে লংকান বোর্ড। একই সাথে এমন কাজকে দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেছে লংকান বোর্ড।

ব্যক্তিগত কারণ দেখিয়ে কয়েকদিন আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান ডেভিড সেকার। শ্রীলংকান বোলিং কোচের দায়িত্ব তখন দেওয়া হয় ভাসকে। হুটহাট ভাসও সরে দাঁড়ালেন দায়িত্ব থেকে।

এর আগে তিন মেয়াদের শ্রীলংকার অস্থায়ী বোলিং কোচের দায়িত্বে ছিলেন ভাস। শেষবার যোগদানের আগেও ছিলেন শ্রীলংকার ইমার্জিং দলের দায়িত্বে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img