৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

শ্রীলঙ্কার বিপক্ষে ‘হোয়াইটওয়াশের’ লজ্জায় ডুবলো যুব টাইগাররা

- Advertisement -

আগেরদিন বড়রা ‘জেতা’ ম্যাচে হারলো, পরেরদিন বড়দের দেখানো পথে হাঁটলো ছোটরাও; প্রতিপক্ষও একই।

হ্যাঁ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হার অবশ্যই অনূর্ধ্ব-১৯ পর্যায়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হারের থেকে অনেক বড় ব্যাপার। তবে লজ্জার ঝুলি যে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলেরও কম নয়, শ্রীলঙ্কা সফর থেকে তারা যে ফিরছে ৫-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের লজ্জা নিয়ে। প্রায় প্রতিটি ম্যাচেই জেতার মতো পরিস্থিতি তৈরি করে বা প্রায় জিততে জিততে হেরে গেছে যুব টাইগাররা। হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পঞ্চম ও শেষ ওয়ানডেতে নেমেছিল বাংলাদেশ। সেটিও একদম জয়ের দ্বারপ্রান্তে গিয়ে মাত্র ৪ রানে হেরে গেছে যুব টাইগাররা।

টসে জিতে ব্যাটিং নিয়ে ওপেনার চামিন্দু বিক্রমাসিংহের সেঞ্চুরি ও ওয়ান ডাউন ব্যাটসম্যান শেভন ড্যানিয়েলসের ৫৯ রানের ইনিংসের কল্যাণে ৯ উইকেটে ২৪০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। বাংলাদেশের পক্ষে পেসার মুশফিক হাসান নেন ৩৭ রানে ৩ উইকেট।

২৪০ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে এই সিরিজে বরাবরের মতোই যা হয়েছে, দুর্দান্ত শুরু করেছিলেন যুব টাইগারদের দুই ওপেনার মফিজুল ইসলাম ও ইফতেখার হোসেন। ৩২ রান করে ইফতেখার ফিরে গেলেও  মফিজুল তুলে নিয়েছেন ফিফটি, আউট হওয়ার আগে করেছেন ৬২ রান। মফিজুলের আউটের পরই খেই হারানো শুরু করে বাংলাদেশ। একপ্রান্তে আইচ মোল্লা অবশ্য হাল ধরে ছিলেন, করেছেন ৫৫। আইচ যখন আউট হলেন, ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের লাগে ১৩ রান, হাতে ছিল ৪ উইকেট। মাত্র ৮ রান তুলতে বাকি ৪ উইকেট হারায় তারা। শেষ বলে নাইমুর রহমান হন রান আউট।

সংক্ষিপ্ত স্কোরঃ 

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২৪০/৯ ( বিক্রমাসিংহে ১০২, ড্যানিয়েলস ৫৯; মুশফিক ৩/৩৭, )

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২৩৬/১০ (মফিজুল ৬২, আইচ ৫৫; রানপুল ২/২১, ওয়েলালাগে ২/৩৮ )

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img