সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সবার শেষে দল ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। ১২ সেপ্টেম্বর চারজন অতিরিক্ত খেলোয়াড়সহ ১৯ সদস্যের দল ঘোষণা করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। শুক্রবার স্কোয়াডে পরিবর্তন এনেছে দলটি; আরও পাঁচজনের অন্তর্ভুক্তিতে লঙ্কানদের বিশ্বকাপের দল এখন ২৩ জনের। ইনজুরির কারণে বিশ্বকাপ দলের সাথে ওমানে যাচ্ছেন না লাহিরু মাধুশঙ্কা।
Sri Lanka Cricket’s Selection Committee included 05 more additional players to join the Sri Lanka squad taking part in the ICC Men’s #T20WorldCup 2021.
Pathum Nissanka
Minod Bhanuka
Ashen Bandara
Lakshan Sandakan
Ramesh Mendishttps://t.co/EvtKitqovD— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) October 1, 2021
পূর্বে ঘোষিত চূড়ান্ত স্কোয়াডের সাথে দলে নেয়া হয়েছে পাথুম নিসানকা, আশেন বান্দারা, মিনোদ ভানুকা, লাকসান সান্দাকান এবং রমেশ মেন্ডিসকে। যুব ও ক্রীড়ামন্ত্রী নমল রাজাপাকসের অনুমোদনে স্কোয়াডে নেয়া হয়েছে তাদের।
ওমানের উদ্দেশ্যে ৩ অক্টোবর দেশ ছাড়বে শ্রীলঙ্কা দল।