১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার

শ্রীলঙ্কার সাথে বড় হার দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করল বাংলাদেশ

- Advertisement -

শ্রীলঙ্কা-বাংলাদেশের দ্বিতীয় টেস্টের শেষ দিনে সফরকারীদের লড়াই করতে দিলেন না প্রাভিন জয়াবিক্রমা। অভিষেকে রেকর্ড গড়া বোলিংয়ে পঞ্চম দিনের সকালেই বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়েছেন ২২ বছর বয়সী তরুণ বাঁহাতি লংকান স্পিনার। অভিষেকে দুই ইনিংসেই পাঁচ উইকেটের স্বাদ পেলেন জয়াবিক্রমা। শ্রীলঙ্কার প্রথম বোলার হিসেবে নিজের প্রথম টেস্টে নিয়েছেন ১০ উইকেট। জয়াবিক্রমার রেকর্ডের দিনে কপাল পুড়েছে টাইগারদের। লংকানদের বিপক্ষে ২০৯ রানের বড় ব্যবধানে হেরে বাংলাদেশ সিরিজ হেরেছে ১-০ ব্যবধানে। বড় হার দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করল মুমিনুল হকরা। 

পাল্লেকেলেতে ২ ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কার কাছে ২০৯ রানে হেরে ১-০ তে সিরিজ খুঁইয়েছে বাংলাদেশ, ১২৩ তম টেস্টে এটি বাংলাদেশের ৯২ তম হার। জয়াবিক্রমার বলেই খেই হারিয়ে ফেলেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা।

পঞ্চম দিনে হার এড়াতে ২৬০ রান করতে হতো বাংলাদেশ দলকে, অন্তত ড্র করতে চাইলেও ৫ উইকেট হাতে নিয়ে পুরোটা দিন ব্যাট করার চ্যালেঞ্জ। যে কোন বিবেচনাতেই দুটোই বেশ কঠিন কাজ, ক্রিকেটে বীরত্ব গাঁথা অনেক লিখা হয়েছে। লিটন দাস, মেহেদি হাসান মিরাজরা তেমন কিছু করবে এ আশাতেই সকালে টিভির সামনে বসে টাইগার সমর্থকরা।

কিন্তু তাদের সেই আশায় পানি ঢেলে দিয়ে দিনের শুরুতেই ফিরে যান লিটন দাস, প্রভিন জয়াবিক্রমার বলে লেগ-বিফোরের ফাঁদে পড়ে আগের দিনের ১৭৭ রানের সাথে মাত্র ৬ রান যোগ করতেই আউট হন লিটন। যে জুটিতে প্রায় অসম্ভব এক আশা দেখেছিলো বাংলাদেশ দল ও সমর্থকেরা, সেই আশা দিনের শুরুতেই শেষ হয়ে যায়।মেহেদি হাসান মিরাজকে কিছুটা সঙ্গ দেওয়ার চেষ্টা করেছেন তাইজুল ইসলাম, তবে তার সেই চেষ্টা থেমে যায় ৩০ বলে ২ রানেই। বোলিং পরিবর্তন করেই সাফল্য পান শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে, ধনাঞ্জয়া ডি সিলভার বলে নিরোশান ডিকভেলার হাতে ক্যাচ দিয়ে তাইজুলের বিদায়ে ভাঙে সপ্তম উইকেটে ২৩ রানের জুটি।

টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯ দলের মধ্যে পয়েন্ট টেবিলে বাংলাদেশ তলানিতে। সাত ম্যাচ খেলে ছয়টিতেই বাংলাদেশ হেরেছে ড্র করেছে করেছে মাত্র এক ম্যাচ ।

স্কোর: শ্রীলঙ্কা ৪৯৩/৭ডি ও ১৯৪/৯ডি , বাংলাদেশ ২৫১ ও ২২৭

প্লেয়ার অফ দ্যা ম্যাচ :  প্রাভিন জয়াবিক্রমা

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img