২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার

সবসময় একা একা লাগত: ইবাদত

- Advertisement -

ইনজুরির কারণে এক বছরেরও বেশি সময় ক্রিকেটের বাইরে পেসার ইবাদত হোসেন। মিস করেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের মত বড় টুর্নামেন্ট। বাংলাদেশ দল যখন টুর্নামেন্ট খেলতে দেশে দেশে ঘুরেছে, ইবাদত তখন চেষ্টা করছিলেন ইনজুরি কাটিয়ে ওঠার। নিজের দুর্বিষহ সেই দিনগুলো আর মনে করতে চান না টাইগার এই পেসার। বুধবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইবাদত জানিয়েছেন কঠিন সেই সব দিনের কথা।

“অনেক অনেক কষ্টের একটা সময় ছিল। ওইটা মনে করতেও চাইনা এখন। ওই সময়টা এমন ছিল যে সবসময় একা একা লাগত। বাইরে যেতে পারছি না, কারো সাথে দেখা করতে পারছি না। খুবই কষ্টের একটা সময় ছিল”– বলছিলেন ইবাদত

গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে হাঁটুতে পাওয়া চোটে এখনো মাঠের বাইরে ইবাদত। গিয়েছেন ছুরি-কাঁচির নিচেও। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন তিনি। মাঝখানের এই সময়ে ক্রিকেট থেকে দূরে থাকার আক্ষেপের কথা জানিয়েছেন পেস ইউনিটের অন্যতম এই সদস্য। টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করবেন তা ভাবনাতেই ছিল না ডানহাতি এই পেসারের।

ইবাদত বলেন, “এক বছরের বেশি সময় ধরে ক্রিকেট খেলতে পারছি না। ওয়ানডে বিশ্বকাপ মিস করলাম, টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করলাম। টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করব ওই অপারেশনের সময় ভাবতেই পারিনি”।

সপ্তাহ দুয়েক আগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছিলেন ৭০ শতাংশ ফিট হয়েছেন ইবাদত। তার ফিরতে সময় লাগতে পারে আরও ২ মাস। ইবাদত নিজে মাঠে নামার জন্য কতটা প্রস্তুত? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “সময় লাগতেছে এটা অনেক কষ্টের। এখন যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ নিজেকে অনেক ভালো মনে হচ্ছে। সার্জারির পরে আশা করেছিলাম রিহ্যাব করলে নয় মাসের মধ্যে রিকভার করা যাবে। কিন্তু যত সময় গেছে মাসল লুজ হয়ে গেছে, সেটা ঠিক হতে এখন সময় লাগছে”।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img