৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

সবাই মনে করছে কাতার সহজে জিতবে: জেমি

- Advertisement -

শুক্রবার ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচে কাতারের আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।  সবার ধারণা কাতারের বিপক্ষে পাত্তাই পাবে না জেমি ডের শিষ্যরা। কারণও যথেষ্ট, কাতার যেখানে এশিয়ান চ্যাম্পিয়ন সেখানে বাংলাদেশের র‌্যাংকিং ১৮৪।

তবুও স্বপ্ন দেখতে দোষ কী? এই তত্ত্বে বিশ্বাস রেখেই হয়তো স্বপ্ন বুনছেন বাংলাদেশ দলের হেড কোচ জেমি ডে। করোনা থেকে সদ্য মুক্তি পাওয়া এই ইংলিশের কাছে বড় ম্যাচ উপভোগের মঞ্চ। দলের পাশে থাকতে এই ব্রিটিশ পৌঁছে গেছেন দোহাতে।

‘সবাই মনে করছে কাতার সহজে জিতবে, কারণ তারা শক্তিশালী দল। ম্যাচটা ছেলেদের জন্য অনেক বড় অভিজ্ঞতা এবং আমি শুধু চাই ছেলেরা যতটা পারে ভালো খেলুক।‘- বলেছেন জেমি।

করোনা বিরতির পর নেপালের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ। ১-০ ব্যবধানে জেতা সেই সিরিজই কাতার ম্যাচের আগে লাল সবুজের প্রতিনিধিদের অনুপ্রেরণা। জেমিও খুশি নেপালের বিপক্ষে খেলা দুই ম্যাচের শিষ্যদের পারফর্মেন্সে।

শুক্রবার বাংলাদেশ সময় রাত দশটায় শুরু হবে ম্যাচ। প্রথম লেগে বঙ্গবন্ধু  জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ হেরেছিল ২-০ গোলে।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img