শেষ বলের রোমাঞ্চে এসেছে জয়; তিন ম্যাচের তিনটিতেই জিতে ঘরের মাঠে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। জয়ের পথে সবচেয়ে বেশী অবদান যিনি রেখেছেন, তিনি আর কেউই নন,’মোহাম্মদ রিজওয়ান’। বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের পূর্বে ছিলেন আইসিইউতে, সেখান থেকে ফিরে খেলেছেন ৬৭ রানের ইনিংস। দল না জিততে পারলেও রিজওয়ান জয় করে নিয়েছেন ভক্ত-সমর্থকদের হৃদয়।
সেই ভক্ত-সমর্থকদের মধ্যে যে আছে অসংখ্য বাংলাদেশিও সেটা হয়তো পাকিস্তান ওপেনার খুব ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছেন বাংলাদেশে খেলতে এসে। তাই ই তো টুর্নামেন্ট সেরা হয়ে জানালেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমিদের ধন্যবাদ, বললেন পুরো দলের অনুভূতি।
“আমি এখানকার ভক্ত সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। শুধু আমিই না, আমাদের পুরো দলেরই এটাই মনে হচ্ছে যে, ‘আমরা বাংলাদেশে নয়, আমরা যেন পাকিস্তানেই খেলছি”
হাসিমুখে এরপর সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়েছেন রিজওয়ান, “ধন্যবাদ, আপনাদের। ধন্যবাদ।”