২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

‘সাউদি, বোল্টদের নাম নয়, বল দেখে খেলেছি’

- Advertisement -

পাকিস্তানের বিপক্ষে টেস্টে অভিষেক, ব্যর্থতার মায়াজালে হারিয়ে খুঁজে চলা নিজেকে ফিরে পেলেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে। প্রস্তুতি ম্যাচের পর মূল লড়াইয়েও হেসেছে মাহমুদুল হাসান জয়ের ব্যাট। তৃতীয় দিনের প্রথম সেশনেই আউট হওয়ার আগে করেছেন ৭৮ রান। সেঞ্চুরির দেখা না পেলেও যেভাবে লড়েছেন, তাতেই জয় করে নিয়েছেন ভক্ত-সমর্থকদের হৃদয়। সাফল্যের পেছনের গল্প বলতে গিয়ে জানিয়েছেন বড়দের পরামর্শের কথা।

“ব্যাটিংয়ের শুরুর দিকে আমার আর সাদমান ভাইয়ের পরিকল্পনা ছিল নতুন বলটাকে কিভাবে পুরাতন করা যায় আর বল বাই বল খেলব। আমরা যদি বেশি লম্বা চিন্তা করি, তাহলে হয়তো সফল নাও হতে পারি। বল বাই বল খেললেই সফল হওয়ার সম্ভাবনাটা বেশী থাকে।”- বলছিলেন জয়

মাঝে মাঝে শট খেলার জন্য উৎসুক হয়ে উঠলে পথ দেখিয়েছেন শান্ত, ডট খেললে ভরসা যুগিয়েছেন অধিনায়ক, “কিছু কিছু সময় শট খেলার জন্য আমি উৎসুক হয়ে উঠলে শান্ত ভাই আমাকে কন্ট্রোলে থাকার জন্য বলেন। এরপর সৌরভ ভাইয়ের সাথেও আমার জুটি হয়। আমার যখন বেশি ডট হয় তখন তিনি বলেন, ‘ডট বল হলে সমস্যা নাই, তুমি কন্টিনিউ করতে থাকো’।”

বোলারদের নাম দেখে খেলেননি জয়, খেলেছেন তাদের বল দেখে

বেশি রান করার পরিকল্পনা ছিল না, থাকতে চেয়েছিলেন পিচে থিতু হয়েই, “পরিকল্পনায় ছিল বেশী রানের দিকে যাব না। যত বেশি বল খেলব, সেট হতে পারব, রান ওতই আসবে। আর, আমার পার্টনার সাদমান ভাই, শান্ত ভাই, সৌরভ ভাই সবসময় আমাকে বলে যে ‘উইকেটে যত থাকবা দেখবা রান চলে আসবে’।”

সবার শেষে এসে জয় জানিয়েছেন নিউজিল্যান্ডের কন্ডিশনে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, নেইল ওয়াগনার, কাইল জেমিসনদের সামলানোর রহস্য, “আমি আসলে নামের দিক দেখে খেলিনি, বল দেখে খেলার চেষ্টা করছি।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img