২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার

সাকিবদের কাছে প্রধানমন্ত্রীর চাওয়া, দেশের সম্মানটা যেন বজায় থাকে

- Advertisement -

শুরু হয়ে গেছে বিশ্বকাপের ক্ষণগণনা। ইতিমধ্যে বাংলাদেশ দল বৈশ্বিক এ আসরে খেলতে ভারতে অবস্থান করছে। দেশের মানুষের চাওয়া, সাকিব আল হাসানরা ট্রফি নিয়ে দেশে ফিরুক। ব্যতিক্রম নন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। খেলা প্রিয় বঙ্গবন্ধু কন্যার চাওয়া দেশের সম্মানটা যেন তাওহীদ হৃদয়-লিটন দাশরা বজায় রাখে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘ভয়েস অব আমেরিকা’কে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, “আমি তাদের বলব যে বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে। তারা যেভাবে সবটুকু ঢেলে দেবে এবং আন্তরিকতার সঙ্গে খেলবে- সেটাই আমি চাই”

বিভিন্ন সময় মাঠে এসে খেলোয়াড়দের উৎসাহ দেন তিনি। যুক্তরাষ্ট্রে আসার আগে ক্রিকেটারদের সাথে কথা বলে এসেছেন বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। তিনি বলেন, “আমার সঙ্গে সবসময় ওদের একটা যোগাযোগ থাকে। আসার আগেও আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি, অর্গানাইজারদের সঙ্গেও কথা বলেছি। আমি সবসময় খেয়াল রাখি। খেলাধুলার দিকে যাতে ছেলেমেয়েরা ভালো করে সেদিকে আমার সবসময় দৃষ্টি থাকে এবং সবরকম সহযোগিতা করে থাকি”

বিশ্বকাপে টাইগারদের ভালো খেলার বিষয়ে আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সাকিবদের নিয়ে আশার কথাও শুনিয়েছেন প্রধানমন্ত্রী। তার মতে বাংলাদেশ যে খেলার সুযোগ পেয়েছে, এটাই সবথেকে ভালো। তিনি বলেন, “বিশ্বকাপে আমরা খেলার সুযোগ পেয়েছি এটাই তো সবথেকে ভালো। দেখা যাক, ভালোভাবে খেলতে পারলে ভালো রেজাল্ট করতেও পারবে। আমি আশাবাদী সবসময়”

আগামী ৫ অক্টোবর গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বৈশ্বিক এ আসর। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img