২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

সাকিব থাকায় দলের কম্বিনেশনে আসতে পারে পরিবর্তনঃ মুমিনুল হক

- Advertisement -

প্রথম টেস্টের আগে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেছেন সাকিব আল হাসান দলে আসায় পরিবর্তন আসতে পারে একাদশের কম্বিনেশনে। অধিনায়ক আরও জানান ইনজুরড তামিম ইকবালের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে দল।

ছবিঃবিসিবি
ছবিঃবিসিবি

প্রথম টেস্টের আগে মঙ্গলবার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে আসেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। সেখানে এক প্রশ্নের জবাবে মুমিনুল বলেন সাকিব আল হাসান দলে আসায় একজন বোলার কম নিয়ে নামতে পারে দল। ইনজুরড তামিম ইকবালকে নিয়ে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয়া হয়েছে জানতে চাইলে মুমিনুল বলেন, ‘আপনারা জানেন তামিম ভাই খুব ইম্পরট্যান্ট প্লেয়ার। আমরা কালকে পর্যন্ত দেখব। আজকে প্র্যাকটিস আছে। কালকে হয়ত ডিসিশন নিব।’

ছবিঃবিসিবি
ছবিঃবিসিবি

ইয়াসির আলী চৌধুরী রাব্বির অভিষেক যে আগামিকাল হচ্ছেনা তাও মোটামুটি নিশ্চিত করেছেন মুমিনুল। রাব্বিকে নিয়ে প্রশ্ন করা হলে মুমিনুল জানান রাব্বিকে আগামীর কথা চিন্তা করেই স্কোয়াডের সাথে রাখা হয়েছে। একমাত্র টেস্টে ভালো করতে বাংলাদেশ আত্মবিশ্বাসী তা বলেই তিনি তার প্রেস কনফারেন্স শেষ করেন।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img