টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে টাইগাররা কখনো না জিতলেও সাকিব আল হাসান ছিলেন অনন্য। নিজের খেলা ২৭ ম্যাচের ২৬টিতে বোলিং করে বিশ্বসেরা অলরাউন্ডার তুলে নিয়েছেন বিপক্ষ দলের ৩৫টি উইকেট। ওমান এবং আরব আমিরাত পর্বেও বল হাতে দুর্দান্ত সাকিব। পাপুয়া নিউগিনির বিপক্ষে বল করতে এসে প্রথম তিন ওভারেই তুলে নিয়েছেন তিনটি উইকেট। নিজের শেষ ওভারে বল হাতে সাকিব প্যাভিলিয়নে ফিরিয়েছেন আরোও এক ব্যাটসম্যানকে; চার ওভারের বোলিং স্পেলটা সাকিব শেষ করেছেন আট রান দিয়ে চার উইকেট নিয়েই। সেইসাথে যৌথভাবে শহিদ আফ্রিদির সাথে এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার বিশ্বসেরা অলরাউন্ডার।