২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার

নতুন শুরুর প্রত্যাশায় চট্টগ্রামে বাংলাদেশ দল

- Advertisement -

সকাল আটটা বাজতে চলেছে, দলের কোচিং স্টাফসহ প্রায় সকলেই বিমানবন্দরে উপস্থিত। করোনার কারণে দলের সাথে যোগ দিতে পারেননি জেমি সিডন্স, ফাইনালে খেলার কারণে সাকিব আল হাসানরা। চার পান্ডবের বাকি তিনজন মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম সঙ্গী হয়েছেন বাকিদের। বিমানবন্দর ছাড়ার পূর্বে তাসকিন আহমেদ কথা বলেছেন গণমাধ্যমের সাথে, জানিয়েছেন নতুন করে শুরুর প্রত্যাশা।

“যেগুলা শেষ তো শেষ, নতুন করে শুরু করব। আমিও আশাবাদী ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। আমিও বেশ এক্সাইটেড, আজকে থেকে ট্রেনিং শুরু হবে। আগে যেভাবে খেলে এসেছি সেভাবেই দলের পরিকল্পনা অনুযায়ী খেলতে চাই”-বলছিলেন তাসকিন আহমেদ

বিমানবন্দরে দেখা মিলেছে ডমিঙ্গোর

বিমানমন্দরে গিয়ে দেখা মিলেছে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর। বরাবরের মতোই গণমাধ্যমকে গিয়েছেন এড়িয়ে, তবে শিষ্য মেহেদী হাসান মিরাজ যাওয়ার আগে বলে গেছেন লক্ষ্যটা, “ভালো ক্রিকেট খেলব, সিম্পল ক্রিকেট। লক্ষ্য থাকবে সিরিজ জয়।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img