প্রথম টেস্টে ছিলেন একাদশের বাইরে। তবে টেস্টের আবহ ছুঁয়ে গেছে শরিফুল ইসলামকে। বাংলাদেশ দলের তরুণ পেসার অপেক্ষায় টেস্ট অভিষেকের। পাল্লেককেলেতে দ্বিতীয় টেস্টেই আছে সেই সম্ভাবনা। শ্রীলঙ্কা থেকে ভিডিও বার্তায় জানিয়েছেন, কাছ থেকে টেস্ট দেখে তিনি ছিলেন বেশ রোমাঞ্চিত।
‘আমি খুবই রোমাঞ্চিত ছিলাম, মনে হয়নি যে ম্যাচের বাইরে আছি। মনে হচ্ছিল যে ম্যাচ খেলছি। সবসময় যাওয়া-আসার ভেতর, ইনফরমেশনের ভেতর ছিলাম‘
সীমিত ওভারের ক্রিকেটে হয়েছে অভিষেক। তবে সাদা পোশাকের স্বপ্ন এখনও বয়ে বেড়াচ্ছেন শরিফুল ইসলাম। ভিডিওবার্তায় ছিলেন হাসিমুখে। জানিয়েছেন, খেলতে চান ৩ ফরম্যাটেই। তার কোচ বলেছিলেন, টেস্ট ক্রিকেট সর্বোচ্চ মানের খেলা, শরিফুল ইসলাম সেই সর্বোচ্চ পর্যায়েই খেলতে চান।
‘আমার কোচ, যার কাছে আমি শিখেছি, অনুশীলন করেছি, উনি টেস্ট ক্রিকেটার ছিলেন। উনি বলেছিলেন, টেস্ট ক্রিকেট হলো সর্বোচ্চ মানের খেলা। ওইখানে খেলতে পারলে ভালো হবে। কখনও সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব‘
শরিফুল ইসলাম বললেন, তিনি নিয়মিতই শিখছেন। বৃহস্পতিবার পাল্লেকেলেতেই শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সেখানে তার দলে থাকার সম্ভাবনাই বেশি।