২২ অক্টোবর ২০২৪, মঙ্গলবার

সিন নদীর পানি দূষণে স্থগিত পুরুষদের ট্রায়াথলন

- Advertisement -

প্যারিস ২০২৪ অলিম্পিক গেমসে সিন নদীর পানির নিম্নমানের কারণে পুরুষদের একক ট্রায়াথলন স্থগিত করা হয়েছে। সোমবার এক বিবৃতিতে এই জানিয়েছে প্যারিস অলিম্পিকের আয়োজক কর্তৃপক্ষ ও ওয়ার্ল্ড ট্রায়াথলন।

বিবৃতিতে বলা হয়, “গত শুক্র ও শনিবার প্রচুর বৃষ্টিপাতের কারণে নদীর কিছু জায়গায় দূষণ আরও বেড়েছে যা এখনো গ্রহণযোগ্য সীমার ওপরে।”

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টায় (বাংলাদেশ সময়) পুরুষ ট্রায়াথলন প্রতিযোগিতা শুরু হওয়ার কথা থাকলেও নদীর দূষণের কারণে তা একদিন পিছিয়ে বুধবার নির্ধারণ করেছে ওয়ার্ল্ড ট্রায়াথলনের মেডিকেল টিম।

মেডিকেল টিম জানিয়েছে, “বিগত কয়েক ঘন্টায় সিন নদীর পানির মানের উন্নতি হলেও বর্তমানে পানির স্তরের মান এখনো গ্রহণযোগ্য রেটিং পয়েন্টের উপরে। যা খেলোয়াড়দের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।”

এদিকে পুরুষদের ট্রায়াথলনের পাশাপাশি নারীদের ট্রায়াথলনের সূচিও নির্ধারিত হয়েছে বুধবারে। যদি বুধবার পর্যন্ত পানির মান উন্নত না হয় তাহলে প্রতিযোগিতার জন্য অপক্ষো করতে হবে শুক্রবার ২ আগস্ট পর্যন্ত।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img