নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত দলের তরুণ খেলোয়াড়রা ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে ১-০তে জিতে নিয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজটি। মুম্বাই টেস্টে ডানহাতি পেসার মোহাম্মদ সিরাজ অসাধারণ বোলিং করে নজরে এসেছেন সাবেক স্বদেশী পেসার জহির খানের। সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরাজের চতুর এবং নিয়ন্ত্রিত বোলিং মুগ্ধ করেছে তাঁকে। দলে নিজের কাজটা নাকি খুব ভালোই বোঝেন সিরাজ!
“সে আমাদের দলের সেইসব বোলারদের মধ্যে একজন, যার নিজের বোলিংয়ের ব্যাপারে ধীরে ধীরে আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। সে আগের চেয়ে এখন আরও বেশি ভালো করছে”-বলছিলেন জহির
কানপুর টেস্টে সুযোগ না পেলেও সিরাজ মুম্বাই টেস্টে নিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ইনিংসে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট পেয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে উইকেট না পেলেও ৫ ওভার হাত ঘুরিয়ে দিয়েছিলেন মাত্র ১৩ রান! জহিরের মতে, নিজের কাজটা বেশ ভালোই বোঝেন ২৭ বছর বয়সী এই পেসার,
“আমি যখনই সিরাজকে দেখি, আমার মনে হয় সে তার কাজটা সহজ করার চেষ্টা করছে। সে স্টাম্প বরাবর বল করে, যা তার শক্তির জায়গা। আমার মনে হয়, সে খুব ভালোভাবে বুঝতে পারছে যে, দলে তার কাজটা কি”