এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে শ্রীলঙ্কা। মোহাম্মদ সিরাজ এক ওভারে ফিরিয়েছেন চার লঙ্কান ব্যাটারকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দাসুন শানাকার দলের সংগ্রহ ৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮ রান। কুশল মেন্ডিস অপরাজিত আছেন ৬ রানে, দুনিথ ভেল্লালাগে ৪ রানে ব্যাটিং করছেন।
টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শানাকার সেই সিদ্ধান্ত ভুল প্রমাণ করতে বেশিক্ষণ সময় নেয়নি ভারতের বোলাররা। প্রথম ওভারের তৃতীয় বলেই কুশল পেরেরাকে ফেরান জাসপ্রিত বুমরাহ। ইনিংসের চতুর্থ ওভারে সবচেয়ে বড় ধাক্কা খায় লঙ্কানরা।
সেই ওভারের প্রথম বলেই ক্যাচ দিয়ে ফেরেন পাথুম নিশাঙ্কা। এক বল পর ইনফর্ম ব্যাটার সাদিরা সামারাবিক্রমাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন সিরাজ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। পরের বলে চারিথ আসালাঙ্কাকে ফিরিয়ে হ্যাট্রিকের সম্ভাবনা জাগান সিরাজ। হ্যাট্রিক করতে না পারলেও ওভারের শেষ বলে ধনাঞ্জয়া ডি সিলভাকে ফিরিয়ে চতুর্থ শিকার পেয়ে যান। নিজের পরের ওভারে এসে শানাকাকে ফিরিয়ে পঞ্চম উইকেট তুলে নেন সিরাজ।