৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

সিলেটের উইকেটকে প্রশংসায় ভাসালেন ডোনাল্ড

- Advertisement -

সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে দলীয় সর্বোচ্চ ৩৩৮ রান তুলে রেকর্ড রানের জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে দলীয় সর্বোচ্চ রানের ওই রেকর্ড ভেঙে বাংলাদেশ ৩৪৯ রান তোলে।

বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড মনে করছেন, শুরুর দিকের জুটি বড় হলে চারশ’ রান হওয়া সম্ভব। সিলেটের উইকেট ব্যাটিং সহায়ক। বাউন্স পাওয়া যায়, বল সহজে ব্যাটে আসে।

দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় সিলেটে বৃহস্পতিবার সিরিজ নির্ধারণী ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ওই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পেস বোলিং কোচ বলেছেন, ‘এখানকার উইকেট অনেকটা দক্ষিণ আফ্রিকার মতো। দারুণ বাউন্স, রাতে শিশিরের কারণে বল দ্রুত হয় এবং স্ট্রোক খেলা যায়। এখানে থিতু হলে ইনিংস বড় খেলা উচিত। এখানে ৪০০ রান করা সম্ভব। অবশ্যই সম্ভব।’

কীভাবে সংগ্রহ বড় করা সম্ভব ওই ব্যাখ্যাও দিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডোনাল্ড। তার মতে, জুটি বড় করতে হবে। প্রথম ম্যাচে সাকিব-হৃদয়ের জুটি বড় করার সুযোগ ছিল। হৃদয়ের সঙ্গে মুশফিকের জুটি হলেও তা বড় হয়নি। দ্বিতীয় ম্যাচে লিটন দাস, নাজমুল শান্ত এবং হৃদয়রা ভালো ইনিংস খেললেও জুটি বড় হয়নি।

অ্যালান ডোনাল্ড বলেছেন, ‘প্রথম ম্যাচে দু’জন ৯০ রানের জুটি দিয়ে আউট হয়েছে। পরের ম্যাচে ৭০ রানের জুটি হয়েছে। মুশফিক অবশ্য দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেছেন। আমাদের ওই জুটিগুলো বড় করতে হবে। শেষ ১০ ওভারের জন্য হাতে ছয়-সাতটা উইকেট রাখতে হবে। যেন আমরা রান নিতে পারি। তাহলে চারশ’ সম্ভব। এতে সন্দেহ নেই।’

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img