৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

সিলেটের হয়ে খেলবেন কেনার লুইস

- Advertisement -

সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএলে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার কেনার লুইস। ক্যারিবীয় এ ক্রিকেটারের নাজমুল হোসেন শান্ত-মোহাম্মদ মিঠুনদের দলের হয়ে খেলার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্জাইজিটি।

বিপিএলে সিলেটের প্লে অফে খেলার আর সুযোগ নেই। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে মাত্র ৩টিতে জিততে পেরেছে তানজিম হাসান সাকিব-বেনি হাওয়েলরা। টুর্নামেন্টে এখনো সিলেটের দুটি ম্যাচ বাকি। এই দুই ম্যাচে জিতলেও প্লে অফে খেলা হবে না তাদের।

তবে গতবারের ফাইনালিস্টরা শেষটা ভালভাবে করতে চায়। সেই লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ থেকে লুইসকে উড়িয়ে আনছে তারা।

লুইসের এখনো ওয়েস্ট ইন্ডিজের হয়ে আর্ন্তজাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। তবে ফ্র্যাঞ্জাইজি ক্রিকেটে ক্যারীবিয় এ তারকা নিয়মিত মুখ। বিপিএলে এর আগেও খেলার অভিজ্ঞতা আছে লুইসের। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এ আসরে খেলেছেন লুইস।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img