২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

সিলেট-সাভার ঘুরে নাঈমের সেঞ্চুরি চট্টগ্রামে

- Advertisement -

সিলেট থেকে সাভার হয়ে চট্টগ্রাম; ভেন্যু বদলেছে কিন্তু বদলেনি নাঈম ইসলামের ভাগ্য। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) এবং বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) মিলে গত ১২টা ইনিংসে নেই কোনো সেঞ্চুরি! দুইটি অর্ধশতক থাকলেও সর্বোচ্চ ৫৫। ইনিংসটাকে যেন বড়ই করতে পারছিলেন না জাতীয় দলের সাবেই এই খেলোয়াড়। অবশেষে অবসান হয়েছে আক্ষেপের। চট্টগ্রামে বিসিবি দক্ষিণাঞ্চলের বিপক্ষে পেয়েছেন শতকের দেখা।

টসে জিতে বিসিবি দক্ষিণাঞ্চল ব্যাটিংয়ে পাঠায় বিসিবি উত্তরাঞ্চলকে। দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হাসান ইমনের কেউই রানের খাতাটাই পারেননি খুলতে; ফিরেছেন শূন্য রানেই। জুনায়েদ সিদ্দিকিকে নিয়ে নাইম প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও জাতীয় দলের সাবেক ওপেনার ফিরেন ১৫ রান করেই।

২৪ রানেই নেই ৩ উইকেট! সেখান থেকে মার্শাল আইয়ুবের সাথে ৯০ রানের জুটিতে প্রতিরোধ এবং মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে প্রায় শতরানের জুটি গড়ার পথে নাঈম ইসলাম। তুলে নিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ২৮তম শতক। এখন দেখার কতোদূর ইনিংসটাকে এগিয়ে নিতে পারেন ‘ছক্কা নাঈম’ খ্যাত এই ব্যাটসম্যান। এই প্রতিবেদন লেখা অব্দি বিসিবি উত্তরাঞ্চলের সংগ্রহ ৪ উইকেটে ১৯৯। অঙ্কন অপরাজিত আছেন ৩২* রানে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img