সেমিফাইনাল ম্যাচ দেখেছিলেন গ্যালারিতে বসে। মাঠে নিজের শূণ্যতাও অনুভব করেছিলে বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি। গোলরক্ষক টের স্টেগেনের দৃঢ়তায় সেমিফাইনালের বাঁধা টপকায় স্প্যানিশ জায়ান্টরা। টাইব্রেকে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে ফাইনালে উঠে বার্সেলোনা। রোববার রাতে শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আথলেতিক বিলবাও।
কিন্তু শিরোপার মঞ্চে দলের সেরা খেলোয়াড়কে মাঠে ফিরাতে চান কোচ রোনাল্ড কোম্যান। তবে সিদ্ধান্তটা ছেড়ে দিয়েছেন মেসির উপর। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বার্সা কোচ জানান- “আমরা ম্যাচের আগ পর্যন্ত তাঁর অবস্থা দেখবো, তবে আশা করছি ফাইনালে মেসিকে আমরা পাচ্ছি। যে দলে বিশ্ব সেরা ফুটবলার থাকেন, সেই দল শিরোপার মঞ্চে নিজেদের সেরা শক্তি দেখানোর চেষ্টাই করবে”
এমন ম্যাচে শেষমূহুর্তে মেসিকে না পেলেও খুব একটা চিন্তিত নন বার্সা কোচ, “মাঠে নামার আগে অবশ্যই খেলোয়াড়কে শতভাগ ফিট থাকতে হয়। এমন নয় যে, এটাই মৌসুমের শেষ ম্যাচ। যদি সে পুরোপুরি ফিট না থাকে তাহলে কোন ঝুকি নিবোনা। মেসিকে ছাড়াও অনেক ম্যাচ ইতিমধ্যে খেলেছে বার্সেলোনা”
তবে আশার খবর হচ্ছ, এর মধ্যেই অনুশীলনে ফিরেছেন মেসি। ফাইনালের আগে শনিবারের চূড়ান্ত অনুশীলনে বেশ ভালোভাবেই সতীর্থদের সঙ্গে গা গরম করেছেন এই আর্জেন্টাইন তারকা।