১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

সুপার এইটে বাংলাদেশ

- Advertisement -

শেষ দুই ওভারে দরকার ছিলো ২২ রান। ১৯ নম্বর ওভার মেইডেন দিলেন মুস্তাফিজুর রহমান। সাথে নিলেন দীপেন্দ্র সিং আইরির গুরুত্বপূর্ণ উইকেট। শেষ ওভারে প্রথম ২ বলে ২ উইকেট নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করলেন সাকিব আল হাসান। ১০৬ রানের সংগ্রহ নিয়েও ২১ রানে জিতল বাংলাদেশ। এই জয়ে ডি গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশের পক্ষে ম্যাচসেরা তানজিম হাসান সাকিব ৪ ওভারে ৭ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। মুস্তাফিজও তার ৪ ওভারে স্পেলে দিয়েছেন ৭ রান। উইকেট নিয়েছেন ৩টা।

টসে হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই তানজিদ হাসান তামিমের উইকেট হারায় বাংলাদেশ। পাওয়ারপ্লেতে সংখ্যাটা দাঁড়ায় চারে। বাংলাদেশের স্কোরবোর্ডে প্রথম ৬ ওভারে কেবল ৩১ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫ বলে ৪, লিটন দাশ ১২ বলে ১০ এবং ৭ বলে ৯ রান করে ফেরেন তাওহীদ হৃদয়। পরে হাল ধরার চেষ্টা করছেন সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদ। ইনিংসের নবম ওভারে রান আউট হন রিয়াদ। তার ব্যাটে ১৩ বলে ১৩ রান।

পুরো ইনিংসেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। ২২ বলে ১৭ রান করে আউট হন সাকিব।  জাকের আলী অনিকের ব্যাট থেকে আসে ২৬ বলে ১২ রান। রিশাদ হোসেন করেন ৭ বলে ১৩ রান। শেষমেশ ১৯.৩ ওভারে ১০৬ রানে অল আউট হয় বাংলাদেশ।

সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img