২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

সুযোগ পাচ্ছেন না দেখে চিন্তিত নন তাইজুল

- Advertisement -

অনেকদিন জাতীয় দলের সেরা একাদশে সুযোগ পাচ্ছেন না তাইজুল ইসলাম। সুযোগ না পেলেও ভরসা হারাচ্ছেন না তিনি। সঙ্গে এটাও বিশ্বাস করেন সুযোগ এলে কাজে লাগানোর চেষ্টা করবেন। রোববার তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে সিরিজ হারানোর মিশনে মাঠে নামবে বাংলাদেশে, এর আগে শনিবার ঐচ্ছিক অনুশীলন শেষে এমন কথা জানিয়েছেন এই বাঁহাতি স্পিনার।

বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজে যায় জুনের শেষে; আফ্রিকার দেশটিতে তিন ফরম্যাটের সিরিজ খেলে দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে আতিথ্য দেয় বাংলাদেশ। অজিদের পর বাংলাদেশে এখন তাসমান পাড়ের আরেক দেশ নিউজিল্যান্ড। দীর্ঘ এই সময়ে বাংলাদেশ দলের সঙ্গেই ছিলেন তাইজুল ইসলাম। তবে ম্যাচ খেলা হয়নি, সেটা নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই এই বাঁহাতি স্পিনারের।

“আমি প্রায় তিন-চার মাস হয়ে গেছে ম্যাচ খেলছি না। টিম কম্বিনেশন হোক কিংবা যে কারনেই হোক আমার খেলা হয়নি, তবে আমি একেবারেই চিন্তিত নই। সুযোগ আসলেই কাজে লাগানোর চেষ্টা করব”-ম্যাচ না খেলা প্রসঙ্গে তাইজুল

নিজে ম্যাচ খেলতে পারছেন না তাতে বিন্দুমাত্র আক্ষেপ তো নেইই, উল্টো দল ভালো করায় খুব খুশি তাইজুল। সঙ্গে দলের মধ্যে যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি হয়েছে তাতেও খুশি তাইজুল। দলে তার প্রতিদ্বন্দ্বী স্পিনাররা যেন ভালো করেন সেই আশাবাদ ব্যক্ত করেছেন এই বাঁহাতি।

“নিজের থেকে আসলে দেশটাকে বড় করে দেখি আমি। দেশ ভালো করতেছে এটা আমার কাছে অনেক ভালোলাগার বিষয়। তার মধ্যে আমার যারা প্রতিদ্বন্দ্বী আছেন, তারা অনেক ভালো করতেছেন। আমি আশা করি তারা অনেক ভালো করবেন”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img