১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে ফিরলেন সাদমান

- Advertisement -

২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের হারারেতে টেস্ট ক্যারিয়ার প্রথম সেঞ্চুরি করেছিলেন সাদমান ইসলাম। এরপর সেঞ্চুরি তো দূরে থাক ফিফটিও করতে পারেননি বাঁহাতি এ ওপেনার। তবে এই সময়ে খুব একটা ম্যাচ খেলারও সুযোগ পাননি সাদমান। ৫ টেস্টে ১০ ইনিংসে ইনিংস উদ্বোধন করতে নামলেও হাসেনি তার ব্যাট। যার কারণে মিলছিল না একাদশে সুযোগও।

তবে সেই সাদমানই মাহমুদুল হাসান জয়ের ইনজুরিতে পাকিস্তানের বিপক্ষে সুযোগ পেয়ে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির পথেই ছিলেন। তবে মোহাম্মদ আলীর বলে বোল্ড হয়ে তা আর হয়নি। সাত রানের আক্ষেপ নিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয়দিনের শেষ বিকেলে যখন পাকিস্তান ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করে তারপর ব্যাটিংয়ে নামেন সাদমান। বিকেলটা জাকির হাসানকে নিয়ে বেশ ভালোভাবেই কাটিয়ে দিয়েছেন তিনি।

তৃতীয় দিনের শুরুতে জাকির ফিরলেও অবিচল ছিলেন সাদমান। তিন নম্বরে উইকেটে এসে তাকে সঙ্গ দিতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তবে এরপর উইকেটে আসা মুমিনুল হককে নিয়ে প্রতিরোধ গড়েন সাদমান। দুজনের জুটিতে ওঠে ৯৪ রান। ৫০ রান করে মুমিনুল ফিরলে ভাঙে সেই জুটি।

এরপর মুশফিকুর রহিমকে সাথে নিয়ে পাকিস্তানের বোলারদের পাল্টা জবাব দেন সাদমান। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দিকে ছুটছিলেন তিনি। তবে মোহাম্মদ আলীর সুইংয়ে পরাস্ত হয়ে বোল্ড হন সাদমান। তার আগে ১৮৩ বলে ৯৩ রানের ইনিংস খেলেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৯৯ রান। মুশফিকের সংগ্রহ অপরাজিত ১৫ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img