৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

সেভিয়ার কাছে হার, খাদের কিনারায় বার্সেলোনা

- Advertisement -

বার্সেলোনার চিরচেনা সেই রুপ কোথায় জানি হারিয়ে যেতে বসেছে । লা লিগার শিরোপাদৌড় থেকে এরই মধ্যে  পিছিয়ে পড়েছে কাতালানরা । রোনাল্ড কোম্যানের প্রথম শিরোপার জন্য সবচেয়ে ভালো বেট ছিল কোপা দেল রে, সেখানেও বড় সড় ধাক্কা খেল মেসিরা।

বার্সা ছেড়ে যাওয়া ইভান রাকিটিচের গোলেই শেষ পর্যন্ত কপাল পুড়েছে, সেমিফাইনালের প্রথম লেগে সেভিয়ার মাঠে গিয়েই স্প্যানিশ ক্লাবটা হেরে এসেছে ২-০ গোলে।

 

খেলার ২৫ তম মিনিটেই  কুঁদির গোলে লিড নেয় সেভিয়া। সমতায় ফেরার জন্য মরিয়া হয়েও গোলের দেখা পায় নি কাতালানরা। উল্টো বার্সাকে হতভম্ব করে ৮৫ মিনিটে ইভান রাকিতিচ ব্যবধান দ্বিগুন করেন। সব প্রতিযোগিতা মিলে আগের সাত ম্যাচে জয়ী দল সেভিয়া ফাইনলাএর পথে অনেকটা এগিয়ে গেছে । ৩ মার্চ আবার দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল।

 

 

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img