নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে এবং সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন কিউই মুল্লুকে বাংলাদেশ দল। কোয়ারেন্টিনে নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার প্রথম চ্যালেঞ্জ, মাঠের খেলা বা সাফল্য; সবকিছুই পরের কথা।
বাংলাদেশ মাঠে সাফল্য পাক আর না, বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল যুক্ত হয়েছেন সেভেন রিং সিমেন্টের ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে। নিউজিল্যান্ড থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে তামিম জানিয়েছেন তার উচ্ছ্বাসের কথা।
‘আমি সেভেন রিং সিমেন্টের সঙ্গে যুক্ত হতে পেরে বেশ খুশি। এরাই একমাত্র সিমেন্ট ব্রান্ড, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাদের তিনটী কারখানা রয়েছে।‘
ওয়ানডে সিরিজ দিয়ে আগামী ২০শে মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠের মিশন শুরু করবে বাংলাদেশ দল।