শোয়েব মালিক এবং মোহাম্মদ রিজওয়ানের খেলা নিয়ে সংশয় থাকলেও অবশেষে পাকিস্তানের মেডিকেল টিম জানিয়েছে খেলার জন্য ফিট দুজনেই। দুই পাকিস্তান তারকাই খেলতে পারবেন অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনালে।
Good news, 🇵🇰 fans!
Mohammad Rizwan and Shoaib Malik will be available for the semi-final against Australia 👍 #PAKvAUS #T20WorldCup pic.twitter.com/PkBVC6udYR
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 11, 2021
ফ্লু এবং সামান্য জ্বর হওয়াতে বৃহস্পতিবার অনুশীলন করেননি রিজওয়ান, মালিক; দুজনকেই দেয়া হয়েছিল বিশ্রাম। গত তিনদিনে পাকিস্তান দলের খেলোয়াড়দের করোনা পরীক্ষাও করা হয়েছে দুইবার, প্রতিবারেই ফলাফল এসেছে নেগেটিভ। নেগেটিভ এসেছে রিজওয়ান, মালিকেরও। তাই, দুজনের কারোরই বাধা নেই সেমিফাইনালে খেলতে।
চলমান বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহকদের একজন মোহাম্মদ রিজওয়ান। অপরদিকে শোয়েব মালিক নিজেদের শেষ ম্যাচেই তুলে নিয়েছেন বিশ্বকাপের দ্রুততম অর্ধশতক। পুরো টুর্নামেন্টেই নিজেদের একাদশে পরিবর্তন আনেনি বাবর আজমের দল; সেমিফাইনালেও একই একাদশ নিয়েই মাঠে নামার অপেক্ষায় পাকিস্তান।