বিপিএলের অষ্টম সংস্করণের প্লেয়ার্স ড্রাফট সোমবার বেলা বারোটায় রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হবে। প্লেয়ার্স ড্রাফটের উক্ত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে জিটিভি এবং টি-স্পোর্টস। সেইসাথে বিসিবির অফিশিয়াল ফেসবুক পেইজেও দেখা যাবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট।
একুশ জানুয়ারিতে শুরু হওয়া বিপিএলের এবারের আসর চলবে আঠারো ফেব্রুয়ারি অব্দি। প্রতিটি দল খেলাতে পারবে তিনজন করে বিদেশি খেলোয়াড়। মূলত দেশি খেলোয়াড়দের বেশি ম্যাচ খেলার সুযোগ করে দিতেই বিসিবির এমন সিদ্ধান্ত। সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা প্রায় চূড়ান্ত করে ফেলেছেন দল। তাই তাদের নাম থাকছে না প্লেয়ার্স ড্রাফটে। তবে, মাশরাফী বিন মোর্ত্তজা, তামিম ইকবালদের নিতে হবে ড্রাফট থেকেই।
তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিপিএলের অষ্টম আসর। ঢাকা, চট্টগ্রামের পাশাপাশি সিলেটেও হবে বিপিএলের ম্যাচ। ছয় ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত, অনেকেই ইতোমধ্যে দল গোছানোর কাজটাও শুরু করে দিয়েছেন। ড্রাফটের বাইরে থেকে প্রতিটি দল একজন দেশি খেলোয়াড়ের পাশাপাশি নিতে পারবেন তিনজন বিদেশি খেলোয়াড়। গুঞ্জন আছেও ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুনীল নারিন, ক্রিস গেইলদের মতো খেলোয়াড়দের সাথে ইতোমধ্যেই যোগাযোগ করেছে দলগুলো।