১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

সোহানের আশা, ‘সাকিবের সাথে অন্যায় কিছু হবে না’

- Advertisement -

সরকার পরিবর্তনের পর তৎকালীন সময়ে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ নেতাদের নামে বিভিন্ন জায়গায় মামলা করছেন ভুক্তভোগীরা। ব্যতিক্রম নন, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও মাগুরার সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। তার নামেও হয়েছে হত্যা মামলা। এমনকি টাইগার এ অলরাউন্ডারকে জাতীয় দলের হয়ে না খেলানোর জন্যও লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এমন অবস্থায় ক্রিকেটার ও সমর্থকদের পাশে পাচ্ছেন সাকিব।

এবার সাকিবের পাশে দাঁড়িয়েছেন নুরুল হাসান সোহান। তার সাথে যেন অন্যায় কিছু করা না হয় এমনটাই আশা করছেন উইকেট কিপার এ ব্যাটার।

ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে সোহান লিখেছেন, “ব্যক্তিগতভাবে প্রথম থেকেই ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম। কারন ছাত্ররা যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছিল। অতীতে যেভাবে আমার জায়গা হতে যতটুকু সম্ভব হয়েছিল সমর্থন দিয়েছিলাম, ভবিষ্যতেও ইনশাআল্লাহ যেকোনো যৌক্তিক দাবিতে পাশে থাকবো। পাশাপাশি একটি বিষয়ে বলতে চাই, দোষ করলে অবশ্যই যেকোনো মানুষের শাস্তি হওয়া উচিৎ। তবে বিনা অপরাধে কেউ যেন শাস্তি না পায়। ক্রিকেট অঙ্গনে সাকিব ভাই বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তাই আশা করবো বাংলাদেশে তার সাথে অন্যায় কিছু হবে না।”

সোহানের আগে সাকিবের হয়ে বিভিন্ন সময়ে পোস্ট দিতে দেখা গেছে নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন ও মুমিনুল হক থেকে শুরু একাধিক সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img