৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

সৌম্য-হৃদয়ের ফিফটি, বাংলাদেশের সংগ্রহ ২৮৬ রান

- Advertisement -

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে ২৮৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলেছেন তাওহীদ হৃদয়। এছাড়াও সৌম্য সরকার পেয়েছেন ফিফটির দেখা। লঙ্কানদের জয়ের জন্য প্রয়োজন ৫০ ওভারে ২৮৭ রান।

টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন কুশল মেন্ডিস। লঙ্কান অধিনায়কের লক্ষ্যটা পরিষ্কার, চট্টগ্রামের মেঘলা আবহাওয়া আর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সবুজ উইকেট থেকে বাড়তি সুবিধা আদায় করে নেওয়া। ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলেই লিটন কুমার দাশকে প্যাভিলিয়নে ফেরান দিলশান মাদুশঙ্কা।

তিন নম্বরে উইকেটে এসে দারুণ ব্যাটিং করেছেন নাজমুল হোসেন শান্ত। সৌম্যর সাথে ৭৫ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দিয়েছেন টাইগার অধিনায়ক। মাদুশঙ্কার বলে উইকেটের পেছনে মেন্ডিসকে ক্যাচ দেওয়ার আগে ৩৯ বলে ৬ বাউন্ডারিতে খেলেছেন ৪০ রানের ইনিংস। এদিন দুইবার ভাগ্যের সহায়তা পেয়েছেন শান্ত, শূন্য রানে তার ক্যাচ ফেলেছেন পাথুম নিশাঙ্কা, ঐ ওভারেই ব্যাটে বল লাগলেও আবেদন করেনি শ্রীলঙ্কা।

শান্ত ফিরলেও ঠিকই ফিফটি তুলে নিয়েছেন সৌম্য। ৫২ বলে ওয়ানডে ক্যারিয়ারের ১২তম অর্ধশতক পূর্ণ করেন বাঁহাতি এ ব্যাটার। ফিফটির পর আক্রমণাত্মক হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি, তবে মাদুশঙ্কার দুর্দান্ত ক্যাচে শেষ হয় ৬৬ বলে তার ৬৮ রানের ইনিংস। এদিন ১১ বাউন্ডারির পাশাপাশি ১টি ছক্কা মেরেছেন সৌম্য।

মাহমুদউল্লাহ রিয়াদ রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেছেন। মুশফিকুর রহিম শুরুটা ভাল করলেও ইনিংস বড় করতে পারেননি। ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে এলবিডব্লিউ হওয়ার আগে ২৮ বলে ৩ বাউন্ডারিতে করেছেন ২৫ রান।

বাংলাদেশ ২৮৬ রানের সংগ্রহ পেয়েছে মূলত তাওহীদ হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ের কারণে। চার নম্বরে উইকেটে এসে ১০২ বলে খেলেছেন অপরাজিত ৯৬ রানের ইনিংস। সৌম্যর সাথে ৫৪ বলে ৫৫, মুশফিকের সাথে ৫৭ বলে ৪৩, মিরাজের সাথে ২৮ বলে ১৬, তানজিম সাকিবের সাথে ৬২ বলে ৪৭ রানের পর তাসকিন আহমেদের সাথে গড়েছেন ২৩ বলে অপরাজিত ৫০ রানের জুটি।

শ্রীলঙ্কার হয়ে ১০ ওভারে ৪৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুটি উইকেট নিয়েছেন দিলশান মাদুশঙ্কা। একটি উইকেট শিকার করেছেন প্রমোদ মাদুশান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img