২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

স্টোকসকে ছাড়াই ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

- Advertisement -

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড; স্কোয়াডে নেই বেন স্টোকস। মানসিক অবসাদজনিত কারণে নিজেকে ক্রিকেট থেকে দূরে সরিয়ে রেখেছেন বিশ্বকাপজয়ী এই অলরাউন্ডার। কনুইয়ের ইনজুরির কারণে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে নেই গতিতারকা জফরা আর্চারও। দলে ফিরেছেন টাইমাল মিলস; অতিরিক্ত খেলোয়াড় হিসেবে দলের সাথে যাচ্ছেন টম কারেন, লিয়াম ডওসন, জেমস ভিঞ্চ।

স্টোকসকে নিশ্চিতভাবেই মিস করবে দল

বিশ্বকাপে সুপার-১২ তে সরাসরি খেলবে ইংল্যান্ড; সেখানে গ্রুপ-১-এ তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবং প্রথম পর্ব থেকে উঠে আসা দুইটি দল। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড সুপার ১২ এর প্রথম খেলায় আবুধাবিতে ২৩ অক্টোবর মাঠে নামবে ‘গ্রুপ-১’ এর দুই দল অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। একইদিন সন্ধ্যায় মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। ক্যারিবিয়ানরা ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে সবসময়ই ফেভারিট, তাই প্রথম ম্যাচটা জয় দিয়েই শুরু করতে চাইবে ইয়ন মরগানের দল।

বিশ্বকাপের জন্য সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে পাকিস্তানে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। ২০০৫ সালের পর পাকিস্তানে সফর করবে ইংল্যান্ড ক্রিকেট দল। রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ১৩ এবং ১৪ অক্টোবর ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। ১৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা করবে ইয়ন মরগানের দল।

 

বিশ্বকাপে ইংল্যান্ড দল:

ইয়ন মরগান (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারেন, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টন, ডাওয়িড মালান, টাইমাল মিলস, আদিল রশিদ, জেসন রয়, মার্ক উড, ডেভিড উইলি, ক্রিস ওকস।

অতিরিক্ত খেলোয়াড়: টম কারেন, লিয়াম ডওসন, জেমস ভিঞ্চ

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img