২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

‘স্পট ফিক্সারদের’ নিজ দলে দেখতে চান না হাফিজ

- Advertisement -

ক্রিকেটে ‘স্পট ফিক্সিংয়ের’ আঁতুড় ঘর যেন পাকিস্তান! দেশটির তরুণ এমনকি অভিজ্ঞ অনেক ক্রিকেটারের জীবনেই আছে ফিক্সিংয়ের কলঙ্ক। এদের মধ্যে অনেকেই আবার সাজা পেয়েছেন, পরবর্তীতে জাতীয় দলেও ফিরেছেন। তবে, দীর্ঘ ১৮ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ‘প্রফেসর’ মোহাম্মদ হাফিজ ছিলেন সব বিতর্কের ঊর্ধ্বে। দেশের জন্য নিবিদিত প্রাণ এই ক্রিকেটার কখনোই চাননি কোনো ‘ফিক্সার’ পাকিস্তান দলের হয়ে খেলুক। সম্প্রতি, পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার নিজ দেশে ‘ফিক্সিং’-এর বিরুদ্ধে দ্রুত একটি আইন প্রণয়ন বিল পাসের দাবি জানিয়েছেন।

“আমি আমার নীতিগত অবস্থানের সাথে আপোস করতে পারি না। কারণ পাকিস্তানের সম্মান বজায় রাখাই আমার সর্বোচ্চ অগ্রাধিকার। একজন সত্যিকারের দেশপ্রেমিক আমি চাই না, একজন খেলোয়াড় ফিক্সিংয়ে জড়িত থাকার পরেও আবার সে আমার দেশের প্রতিনিধিত্ব করুক”-বলছিলেন হাফিজ    

 

স্পট ফিক্সিংয়ের সাথে জড়িত আমির-সালমান-আসিফ

সাবেক পিসিবি চেয়ারম্যান এহসান মানির আমলে পিসিবি একটি বিল পাস করতে চেয়েছিল, যেখানে ফিক্সিংয়ের সাথে জড়িত ব্যক্তিদের মোটা অংকের জরিমানা এবং আজীবন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। পাকিস্তানের ক্রিকেটকে ফিক্সিং থেকে বাঁচাতে ৭৭ পৃষ্ঠার একটি প্রস্তাব তৈরি করা হলেও পরবর্তীতে তা বাস্তবায়নের তেমন কোনো উদ্যোগ নেয়া হয়নি।

এ প্রসঙ্গে হাফিজ বলেন, “আমি শুনেছিলাম যে, পিসিবির প্রাক্তন চেয়ারম্যান এহসান মানি একটি বিল পাস করতে চাইছিলেন যেখানে একজন খেলোয়াড় ফিক্সিংয়ে জড়িত থাকা ক্রিকেটার পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে পারবেন না। কিন্তু এটি কেনো এখনও পাস হয়নি তা আমি বুঝতে পারছি না। দেশের স্বার্থে এই সিদ্ধান্ত নিতে দ্বিধায় ভোগা অনুচিত, এটি শীঘ্রই অনুমোদন করা জরুরী।”  

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img