২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

স্পিনেই ধুঁকছে নিউজিল্যান্ড

- Advertisement -

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড; অভিষেকেই রাচিন রবীন্দ্র ফিরেছেন শুণ্য রানে (গোল্ডেন ডাক), ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে মাহেদি হাসানের বলে।

ম্যাচের শুরু থেকেই ধীর মন্থর এই মিরপুরের পিচে টার্ন পাচ্ছিল বাংলাদেশী স্পিনাররা। টার্ন করা বলগুলাতে বেশ কয়েকবারই বোকা বনতে দেখা গেছে কিউই ব্যাটসম্যানদের। তৃতীয় ওভারে সাকিব আল হাসানের বলে বোল্ড হয়ে ফিরেছেন উইল ইয়ং।

পরের ওভারে নাসুমকে ডিপ স্কয়ার লেগে বাউন্ডারি হাঁকাতে গিয়ে কলিন ডি গ্রান্ডহোম ক্যাচ তুলে দিয়েছেন নাঈম শেখের হাতে।

অভিষেকেই ‘গোল্ডেন ডাক’ রবীন্দ্রর

চতুর্থ ওভারেই পঞ্চম বলে আবারও সুযোগ তৈরি করেছিলেন নাসুম। লাভ হয়নি। পরের বলেই টম ব্লান্ডেলকে বোল্ড করে প্যাভিলিয়নে ফিরেয়েছেন বাঁহাতি এই স্পিনার।

শুরুর চাপ সামাল দিয়েছেন হ্যানরি নিকোলস এবং টম লাথাম। ইনিংসের এগারোতম ওভারে মোহম্মদ সাইফউদ্দিনের বলে শেষ লাথামের ইনিংস। ৪৩ রান তুলতে ৫ উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড। লাথামের পর সাকিব আল হাসানের বলে ফিরে গেছেন আরও একজন কিউই ব্যাটার।

প্রতিবেদন লেখা অব্দি নিউজিল্যান্ডের সংগ্রহ ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৬ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img