বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়াকে অনেকেই যে শিরোপার দাবিদারদের তালিকায় গোণায় ধরেনি এর একটি বড় কারণ সম্ভবত ডেভিড ওয়ার্নার। বিশ্বকাপের আগে বেশ লম্বা একটা সময় নিজেকে হারিয়ে খুঁজেছেন এই বাহাঁতি অস্ট্রেলিয়ান ওপেনার। টি-টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়ার সবসময়ের সেরা ব্যাটসম্যানদের একজনের এই দুঃসময়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের আশা ক্ষীণ থাকবে এটি বলাই বাহুল্য।
তবে ‘ডেভ’কে যে কোন অবস্থাতেই বাতিলের খাতায় ফেলা যাবে না, সেই প্রমাণ দিতে তিনি বিশ্বকাপের মঞ্চটাই বেছে নিলেন। অস্ট্রেলিয়াকে শিরোপা জেতাতে শুধু ফাইনালে ফিফটি করেই অবদান রাখেননি, গোটা টুর্নামেন্ট জুড়েই ব্যাট হাতে এতো অসাধারণ ছিলেন ওয়ার্নার যে, তা এক মাস আগের বেহাল দশার ওয়ার্নারকে ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বাবর আজমের থেকে রানে পিছিয়ে থেকেও হয়েছেন বিশ্বকাপের ম্যান অব দা টুর্নামেন্ট।
ওয়ার্নারের সমালোচকদের জন্য এই পারফরম্যান্স দাঁতভাঙ্গা জবাবই বলতে হবে, যেটি তিনি দিয়েছেন ব্যাটে। তবে ওয়ার্নারের সহধর্মিণী ক্যান্ডিস ওয়ার্নার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
ইনস্টাগ্রামে ওয়ার্নারের একটি ওয়ালপেপার পোস্ট করে ক্যান্ডিস ক্যাপশন দিয়েছেন “ফর্মহীন, বুড়ো ও মন্থর!” পাশে অনেকগুলো কৌতুকের ইমোজি। এটি যে ওয়ার্নারের সমালোচকদের উদ্দেশ্যেই ছিলো তা মনে হয় আর বলে দিতে হবে না।
বিশ্বকাপে ৭ ইনিংসে তিন ফিফটিসহ ২৮৯ রান করেছেন ওয়ার্নার; স্ট্রাইক রেট ছিলো ১৪৬.৭০! ফাইনালের ৫৩ সহ করেছেন তিনটি ফিফটি। পাকিস্তানের বিপক্ষে সেমির ৪৯টিও ছিলো খুবই গুরুত্বপূর্ণ ইনিংস।