আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বুধবার দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। মিচেল মার্শকে অধিনায়ক করে ১৫ সদস্যের নাম দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
কিছুদিন ধরেই অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলে অভিজ্ঞ ক্রিকেটার স্টিভেন স্মিথকে না রাখার পরামর্শ দিয়েছেন অনেকেই। শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে তিনি সত্যিই থাকছেন না। এছাড়াও সাম্প্রতিক সময়ে আইপিএলে দারুণ খেলা জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কও অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা পাননি।
অস্ট্রেলিয়া বিশ্বকাপ দল: মিচেল মার্শ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, অ্যাস্টন অ্যাগার, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, নাথান ইলিস ও প্যাট কামিন্স।