১৫ মার্চ ২০২৫, শনিবার

‘হতাশ হলে তো আর পাওয়ার কিছু থাকে না’: মিঠুন

- Advertisement -

জাতীয় দলের জার্সিতে মোহাম্মদ মিঠুন শেষবার মাঠে নেমেছেন জুলাইয়ে, এরপর আর ফেরা হয়নি স্কোয়াডে। আবার কবে ফিরবেন, সে নিশ্চয়তাও নেই। তবে, নিজেকে প্রস্তুত রাখার জন্য লড়ে যাচ্ছেন ডানহাতি এই ব্যাটসম্যান। জাতীয় দলে বারবার যাওয়া-আসার মিছিলে থাকলেও হতাশ নন মিঠুন, জানালেন এটাকে তিনি দেখছেন চ্যালেঞ্জ হিসেবেই।

“হতাশাজনক না। এটা অবশ্যই চ্যালেঞ্জ যে আরও ভালো করে কিভাবে ফিরে আসা যায়। হতাশ হলে তো আর পাওয়ার কিছু থাকে না”- অলরাউন্ডারকে বলছিলেন মিঠুন

চলমান বাংলাদেশ ক্রিকেট লিগে ব্যাট হাতে আছেন ছন্দে। অলরাউন্ডারকে দেয়া সাক্ষাৎকারে মিঠুন জানিয়েছেন ব্যাটে রান পেলে আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার গল্প, “প্রত্যেকটা ভালো ইনিংসই ব্যাটসম্যানকে আত্মবিশ্বাস জোগায়।  এক ম্যাচ থেকে আরেক ম্যাচে যদি রান করে যাই, আমি মনে করি সেই কনফিডেন্সটাই সবচেয়ে বেশি কাজে দেয়।”

সেইসাথে মিঠুন জানিয়েছেন ঘরোয়া লিগের গুরুত্বটাও, “ঘরোয়া লিগ ছাড়া তো আমাদের জাতীয় দলে ফেরার আর কোনো মঞ্চ নাই। ঘরোয়া লিগটা হয়ই জাতীয় দলের পাইপলাইন তৈরী করার জন্যে। প্রত্যেকটা খেলোয়াড়ই ঘরোয়া লিগটাকে আমরা এই হিসেবেই দেখি যে, জাতীয় দলে ঢুকতে হলে আমাদের ঘরোয়া লিগে পারফর্ম করতে হবে।”

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img