৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

হত্যার হুমকি দেওয়া সন্ত্রাসীরা গ্রেফতার; দি মারিয়া বললেন, “এখন সবকিছুই শান্ত”

- Advertisement -

কিছুদিন আগেই আনহেল দি মারিয়াকে হুমকি দিয়েছিলেন সন্ত্রাসীরা। রোজারিওতে আর্জেন্টাইন তারকা ফিরলে তার পরিবারের যেকাউকে হত্যা করা হবে বলে হুমকি প্রদান করেছিলেন রোজারিওর কিছু মাদক সন্ত্রাসী। যার কারণে বেশ বিপাকেই পড়েছিলেন বিশ্বকাপজয়ী তারকা। তবে পরিস্থিতি এখন শান্ত। হুমকিদাতাদের গ্রেফতার করেছে রোজারিও পুলিশ।

বর্তমানে বেনফিকার হয়ে খেলছেন দি মারিয়া। দলটির হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন আর্জেন্টাইন তারকা। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালেও পেয়েছেন গোলের দেখা। জিতেছে বেনফিকাও। ম্যাচ শেষে হত্যার হুমকির বিষয়ে দি মারিয়া বলেন, “আমি ভালো আছি, আমি শান্ত। একটা কঠিন সময় গেছে, একটা বড় সমস্যা। কিন্তু এখন সবকিছুই শান্ত”

গত কোপা আমেরিকার ফাইনালে দি মারিয়ার গোলে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা। বিশ্বকাপের ফাইনালেও ফ্রান্সের বিপক্ষে গোল করেছিলেন তিনি। আসন্ন কোপা আমেরিকা খেলার পর আর্জেন্টিনার জার্সি তুলে রাখার ঘোষণা আগেই দিয়েছেন দি মারিয়া। জাতীয় দলের হয়ে না খেললেও ক্লাবের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি।

দি মারিয়া বলেছেন, “আমি সব সময় কোচকে বলি, আমি খেলতে চাই। কোচও আমাকে অনেক আত্মবিশ্বাস দেন। আমার লক্ষ্য ক্লাবের হয়ে আরও শিরোপা জেতা। ভবিষ্যতে কী হবে আমি জানি না”

এ বছরের ৩০ জুন বেনফিকার সাথে চুক্তির মেয়াদ শেষ হবে দি মারিয়ার। এখন দেখার বিষয়, আর্জেন্টাইন তারকার সাথে চুক্তির মেয়াদ বাড়ায় কিনা বেনফিকা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img